Tuesday, November 4, 2025

ডিভিসির লাগাতার জলছাড়ায় বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গে! ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

ডিভিসির (DVC) লাগাতার জলছাড়ায় দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। বৃষ্টি কমায় হুগলি, পূর্ব বর্ধমান ও আরামবাগের বেশ কিছু প্লাবিত এলাকায় জল নামার সম্ভাবনা দেখা দিলেও, ফের জলছাড়ার পরিমাণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের। জানা গিয়েছে, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে গত বুধবার থেকে প্রতিনিয়ত ৬০ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হচ্ছে। যার প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে। এর ফলে নদী তীরবর্তী অঞ্চলে জলস্তর বেড়েছে, নতুন করে জল ঢুকছে নিচু এলাকায়। বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়েছে।

এই পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “এই বছর ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে, তা ২০২৪ সালের তুলনায় ১১ গুণ এবং ২০২৩ সালের তুলনায় ৩০ গুণ বেশি। বর্ষার শেষে এই জলছাড়া কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভেবেই আতঙ্কিত প্রশাসন। অভিযোগ, পূর্ব সতর্কতা ছাড়াই ডিভিসি বিপুল পরিমাণ জল ছেড়ে দিচ্ছে, যার ফলে রাজ্য সরকার বন্যা মোকাবিলায় কার্যকর প্রস্তুতি নিতে পারছে না। একাধিক বাঁধ ও চেকড্যামে চাপে দেখা দিয়েছে ফাটলের আশঙ্কা।

কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের তথ্যে জানা গিয়েছে, মে থেকে জুলাই পর্যন্ত মাইথন ও পাঞ্চেত থেকে ৫০,২৮৭ লক্ষ ঘনমিটার জল ছাড়া হয়েছে, যেখানে গত বছর এই পরিমাণ ছিল মাত্র ৪,৫৩৫ লক্ষ ঘনমিটার। শুধুমাত্র ১৫ জুলাই দিনেই ছাড়া হয়েছে ৪৫ হাজার কিউসেক জল। রাজ্যের দাবি, এই আচমকা জলছাড়া পরিকল্পিত এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। ফলে দক্ষিণবঙ্গের কৃষিজমি, বাড়িঘর, রাস্তা বিপর্যস্ত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে ত্রাণ ও উদ্ধারকাজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। তবে ডিভিসির তরফে এখনও এই অভিযোগের বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন- অফিসারদের সাসপেন্ড: কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল! জোড়া তোপ মুখ্যমন্ত্রী-অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version