Monday, November 10, 2025

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সিদ্ধান্ত ভুল, মেনে নিচ্ছে বোর্ডও (BCCI)। সরাসরি না বললেও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অভাব যে ইংল্যান্ডের বিরুদ্ধে বোঝা যাচ্ছে তা যেন মেনে নিচ্ছেন বোর্ড কর্তারাও। গৌতম গম্ভীর (Gautam Gambhir) কোচ হয়ে আসার পরই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সেইসঙ্গে শ্রেয়স আইয়ারকে না খেলানো। বোর্ড কর্তা থেকে নির্বাচকদের মধ্যে অনেকেই যে গম্ভীরের সঙ্গে একমত ছিলেন না তা সেই সময়ই বোঝা গিয়েছিল। যদিও নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন গম্ভীর। এবার ঘরের মাঠে সেই শ্রেয়স আইয়ারকেই (Shreyas Iyer) দলে ফেরানোর বার্তা।

এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানেই ফিরতে পারেন শ্রেয়স আইয়ার। সেইসঙ্গেই গুঞ্জন তবে কি গম্ভীরের ক্ষমতা হ্রাস পেতে চলেছে? যদিও বোর্ডের তরফে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু ঘরের মাঠে স্পিনিং ট্র্যাক এবং ভারতের মিডল অর্ডারের দুর্বলতার কথা মাথায় রেখে আবারও শ্রেয়সকে ফেরানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) না রাখার সিদ্ধান্ত কার্যত ছিল গৌতম গম্ভীরের। তিনি তার স্বপক্ষে যুক্তিও দিয়েছিলেন। তবুও গম্ভীরের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও। শেষপর্যন্ত সেই শ্রেয়স আইয়ারই নাকি ফিরতে চলেছে ভারতীয় টেস্ট দলে। শেষবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যের নায়ক তিনি। তিনি টি টোয়েন্টিতে তো ফিরবেই, সেইসঙ্গে এবার টেস্টের জার্সিতেও দেখা যেতে চলেছে এই তারকা ক্রিকেটারকে।

বোর্ড সূত্রে জানানো হয়েছে, “শ্রেয়স আইয়ারের দক্ষতা এবং অভিজ্ঞতা দুটোই আমাদের সবকটা ফর্ম্যাটে চাই। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মিডল অর্ডারে আমরা শ্রেয়সের অভাব ভালো ভাবে বুঝতে পেরেছি। নির্বাচকরাও যথেষ্ট ওয়াকিবহাল শ্রেয়স আইয়ারের স্পিন খেলা নিয়ে। তিনি কতটা দক্ষ সেটাও সকলে জানেন”।

শেষবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের প্রধান তারকা ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর হাত ধরেই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। শুধুমাত্র তাই নয় চ্যাম্পিয়নও হয়েছিল টিম ইন্ডিয়া। এরপরই ইংল্যান্ড সিরিজে শ্রেয়সের বাদ পড়াটা অনেকেই ভালো ভাবে দেখেননি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...
Exit mobile version