Monday, November 10, 2025

নবান্ন অভিযানের নামে বিজেপির বিশৃঙ্খলা! তৎপর পুলিশ-প্রশাসন

Date:

বিক্ষোভ-অভিযান সামলাতে প্রস্তুত ছিল পুলিশ-প্রশাসনিক। কিন্তু শুভেন্দু অভিকারী, অগ্নিমিত্রা পালের উস্কানিতে গোলমাল বাঁধে বিভিন্ন জায়গায়। শনিবার, বেলা ১১টা থেকেই ধর্মতলা থেকে শুরু করে নবান্ন চত্বর, সাঁতরাগাছিতে (Santragachi) ব্যারিকেড দিয়ে আন্দোলন আটকানোর ব্যবস্থা করা হয়েছে। পার্কস্ট্রিটের ব্যারিকেডে করে আটকে দেয় পুলিশ। সেখানেই বসে পড়েন শুভেন্দুরা। এদিকে, নবান্ন অভিযানে (Nabanna Abhijan) যোগ দিতে ইতিমধ্যেই ডোরিনা ক্রসিং-এ পৌঁছেছেন অভয়ার মা-বাবা।  

ঠিক একবছর আগে এই আট অগাস্ট মধ্যরাতে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নৃশংস ভাবে ধর্ষণ-খুন হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার। তারপরে বিচারের দাবিতে রাজ্য তথা দেশজুড়ে অনেক আন্দোলন সংগঠিত হয়েছে। এক বছর পর ফের সেই মৃত্যুকে সামনে রেখে শনিবার নবান্ন অভিযান (Nabanna Abhijan) হচ্ছে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই তৎপর ছিল পুলিশ। ব্যারিকেড সরাতে ইট দিয়ে আঘাত করে সাঁতরাগাছির পুলিশি ব্যারিকেডের ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা।

এই আন্দোলনকে রুখতে সকাল থেকে প্রশাসন একেবারে প্রস্তুত। এবারের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন। মিছিল রুখতে ব্যারিকেডের উল্টোদিকে জলকামান, কাঁদানে গ্যাস নিয়ে তৈরি পুলিশ। নবান্ন ছাড়াও চত্বর ছাড়াও সাঁতরাগাছি-সহ বাকি যে সব জায়গায় ব্যারিকেড দেওয়া হয়। সিমেন্ট, লোহার বিম ও মোটা লোহার রড ব্যবহার করা। এগুলি ভাঙা, বাঁকানো বা সরানো প্রায় অসম্ভব।

এদিকে এদিন বেলা প্রায় পৌনে ১২টা নাগাদ বিধানসভা থেকে সরাসরি ডোরিনা ক্রসিংয়ে পৌঁছে যান শুভেন্দু। সঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ অর্জুন সিং-সহ অন্যান্য নেতারা। তবে, রানি রাসমণি অ্যাভিনিউতে পৌঁছতেই শুভেন্দুদের আটকে দেয় পুলিশ। রুট বদল করে জওহরলাল নেহেরু রোড ধরে মিছিল এগিয়ে যায় বিজেপি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পার্কস্ট্রিটে লাঠি চালাতে বাধ্য হয় কলকাতা পুলিশ। সেখানেই বসে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। শুক্রবার কলকাতা এবং রাজ্য পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন এবং ওই ভবন সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না।

Related articles

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...
Exit mobile version