Wednesday, November 5, 2025

আমি এই পৃথিবীর জন্য নই: পোস্ট করে চিরবিদায় অটিজম আক্রান্ত পিআইচডি গবেষকের! তদন্তে আইসার

Date:

ফের রহস্য মৃত্যু এক মেধাবী পিএইচডি গবেষকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার মোহনপুরে অবস্থিত নামী কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISR) কলকাতাতে। অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক নিপীড়নের শিকার হয়েই আত্মঘাতী হয়েছেন ২৫ বছর বয়সী পিএইচডি গবেষক অনমিত্র রায় (Anamitra Roy)। সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যুর জন্য অনামিত্র এক সিনিয়র গবেষক ও প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গবেষণাগারেই ওষুধ খেয়ে আত্মহত্যা করেন অনমিত্র। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর মানসিক নির্যাতনের দীর্ঘ পোস্ট করেন তিনি।

IISR কর্মকর্তারা জানিয়েছেন, অনামিত্র বিষাক্ত কিছু খেয়ে থাকতে পারেন। শুক্রবার আইসার এক বিবৃতিতে জানিয়েছে, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ তারিখে কল্যাণীর এইমস-এ (All India Institute of Medical Sciences, Kalyani) আমাদের পিএইচডি ছাত্র শ্রী অনামিত্র রায়ের অকাল ও মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের একজন সদস্যের মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। আমরা তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। তবে ভবিষ্যতে যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা না ঘটে তার ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ছোট থেকেই অটিজমে আক্রান্ত ছিলেন অনামিত্র। তবে তা পড়াশুনায় কখন বাঁধা হয়ে দাঁড়াইনি। তাঁর বাড়ি শ্যামনগরে হলেও প্রায় এক দশক থেকেই আইসারে লেখাপড়া করছিলেন তিনি। বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই তাঁকে মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে। মৃত্যুর আগে তিনি পোস্ট করেন, “আমি এই পৃথিবীর নই। আমি হাল ছেড়ে দিচ্ছি। আমি জীবনে কখনও শান্তি খুঁজে পাইনি। মৃত্যুর পর যেন তা খুঁজে পাই।” তৎক্ষণাৎ সেই পোস্ট দেখেই খোঁজ খবর শুরু করেন তাঁর বন্ধুবান্ধবরা। গবেষণাগারেই তাঁকে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি কল্যাণী এইমস-এ ভর্তি করেন তাঁরা। তবে শুক্রবার সকালে অত্যাধিক বিষক্রিয়ার ফলে মৃত্যু হয় অনামিত্রের। খবর পেয়েই হাসপাতালে পৌঁছান পরিবারের সদস্যরা।

রানাঘাট পুলিশ জেলার সুপারিনটেনডেন্ট আশিষ মৌর্য জানিয়েছেন, “আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানা যাবে।” ঘটনার তদন্ত চলছে। আরও পড়ুনঃ নবান্ন অভিযানের নামে বিজেপির বিশৃঙ্খলা! তৎপর পুলিশ-প্রশাসন

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version