Tuesday, August 12, 2025

রাখির বন্ধনে টলিউড: স্বরূপের উদ্যোগে স্টুডিওপাড়ায় সৌভ্রাতৃত্বের ছবি 

Date:

লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরেও টলিপাড়ায় ফুটল অন্য ছবি। রাখি বন্ধনকে কেন্দ্র করে শনিবার স্টুডিওপাড়ায় দেখা গেল সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য দৃশ্য। একে অপরের হাতে রাখি পরালেন অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক, পরিচালক থেকে টেকনিশিয়ানরা।

ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার উদ্যোগে দ্বিতীয় বছরের মতো আয়োজিত এই রাখি বন্ধন উৎসবে শামিল হন বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের প্রায় সব পরিচিত মুখ। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে রাখি পরালেন শিল্পীরা। উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, দিগন্ত বাগচী, পারমিতা মুন্সি, গৌরব চট্টোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, নিশপাল সিং-সহ আরও অনেকে। উৎসবের পাশাপাশি চলল মিষ্টি খাওয়া ও ছবি তোলার পর্ব।

সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, “সারা বছর আমরা একসঙ্গে কাজ করি। কোনও সিরিয়াল ছ’ মাস চলে, কোনওটি শতাধিক পর্ব পেরিয়ে যায়। দীর্ঘ সময় এক জায়গায় কাজ করতে হলে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি থাকা জরুরি, তবেই সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।” তিনি আরও জানান, মহিলা টেকনিশিয়ানদের নিরাপত্তার জন্য চালু হয়েছে ‘সুরক্ষা বন্ধু’ প্রকল্প, যাতে রাতের শুটিংয়ের পরে তাঁদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এদিন বাংলার মর্যাদা নিয়েও সরব হন স্বরূপ বিশ্বাস। তাঁর কথায়, “বাংলা আমার মাতৃভাষা। যারা এই ভাষাকে অপমান করছে, তারা মাকে অপমান করছে। এদের কোনও ক্ষমা নেই।” ফেডারেশনের এই উদ্যোগ বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করল।

আরও পড়ুন – রাজনৈতিক সৌজন্য: CPIM নেতা সুজনের হাতে রাখির বাঁধলেন তৃণমূল বিধায়ক লাভলি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version