Tuesday, August 12, 2025

দিন দুপুরে তৃণমূল নেত্রীর ছেলে খুন! শনিবার প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে (Amar Roy)। ঘটনাটি ঘটেছে কোচবিহার (Cooch Behar) ১ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত ডোডেয়ার হাট এলাকায়। নিহত অমরের বয়স ৩২ বছর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অমরের এক সঙ্গীও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ডোডেয়ার হাটে সাপ্তাহিক বাজার বসেছিল। দুপুর নাগাদ অমর রায় ও তাঁর এক বন্ধু বাজারে গিয়েছিলেন। সেই সময়ই বাইকে করে চার জন দুষ্কৃতী আসে। প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। উত্তেজনা চরমে পৌঁছালে এক দুষ্কৃতী আচমকা আগ্নেয়াস্ত্র বার করে অমরের দিকে তাক করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অমর যখন কাদায় লুটিয়ে পড়েন, তখনও তাঁর দিকে তাক করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। অমরের গলায় ও মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। তাঁর সঙ্গে থাকা যুবকের পায়েও গুলি লাগে, হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত অমর রায়ের মা কুন্তলা রায় ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূল নেত্রী (TMC Leader)। অমর নিজেও সক্রিয় তৃণমূলের যুব নেতা। ফলে স্বাভাবিকভাবেই ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন উঠছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান তৃণমূল মুখপাত্র ও প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি বলেন, “এটি নিছক একটি ব্যক্তিগত শত্রুতা নয়। কোচবিহারে লাগাতার তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চলছে। দিনদুপুরে এভাবে তৃণমূল নেত্রীর ছেলেকে ‘খুন’ করা হল। নিরাপত্তা কোথায়?” ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। আরও পড়ুন: আমি এই পৃথিবীর জন্য নই: পোস্ট করে চিরবিদায় অটিজম আক্রান্ত পিআইচডি গবেষকের! তদন্তে আইসার

 

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version