Tuesday, November 4, 2025

রাখি পরিয়ে মহামিছিল: বাংলা বিরোধী বিজেপির অত্যাচারের মুখোশ খুলল বাংলা পক্ষ

Date:

যে বাংলায় ভিন রাজ্যের শ্রমিক থেকে কর্মীরা নিশ্চিন্তে বছরের পর বছর ধরে জীবিকা নির্বাহ করে সেই বাংলার বাসিন্দাদেরই বিজেপি শাসিত রাজ্যে বাঙালির কাজ নেই। এমনকি বাসস্থানটুকুও ছেড়ে কোনও মতে প্রাণ হাতে করে বাংলায় ফিরতে হচ্ছে। সেই বাংলাভাষী মানুষের দাবি নিয়ে রাখি বন্ধনের দিন পথে নামলেন বাংলা পক্ষের (Bangla Pokkho) সদস্যরা।

রাখি বন্ধন উপলক্ষ্যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালির উপর অত্যাচার, নির্যাতন বন্ধের দাবি এবং বাংলায় ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে মহামিছিলের আয়োজন করে বাংলা পক্ষ (Bangla Pokkho)। শনিবার বিকালে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হেঁটে বাংলার মানুষের পক্ষে সওয়াল করেন সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: বিজেপির বাঙালি-বিদ্বেষ আদতে RSS-এর দ্বেষের সমার্থক: রাখি বেঁধে বার্তা গণমঞ্চের

সেই মিছিল থেকেই বিজেপির মিথ্যা প্রচারের বিরুদ্ধে সরব হন বাংলা পক্ষ-র সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। বাংলার বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিক যারা বিজেপি শাসিত গুজরাট বা ওড়িশায় গিয়ে অত্যাচারিত, সেই সব মানুষের উদাহরণ তুলে ধরে বিজেপির ধর্ম-জাত-পাতের রাজনীতিকে তীব্র কটাক্ষ করেন তিনি। সেই সঙ্গে দাবি করেন, বাংলায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে নিশ্চিন্তে এসে কাজ করছেন। তাঁদের কাজ বাংলা নিশ্চিত করছে। অথচ বাঙালি অন্য রাজ্যে গিয়ে কাজ করতে পারছে না। তাই বাংলায় ভূমিপুত্রদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানানো হয় বাংলা পক্ষ-র তরফ থেকে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version