Saturday, November 1, 2025

‘ন্যাড়া নাড়ু’র ধাক্কা অভয়ার মাকে! তীব্র কটাক্ষ কুণালের, ফাঁদে না পড়তে মৃতার মা-বাবাকে আর্জি

Date:

অভয়ার ধর্ষণ-খুনের একবছর। শনিবার, নবান্ন অভিযানের নামে কলকাতার বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায় বিজেপি (BJP)। ছোড়া হয় বোতল-ইট। আহত হন পুলিশ কর্মী। একই সঙ্গে ধাক্কাধাক্কিতে আহত হন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নৃশংস ভাবে ধর্ষণ-খুন হওয়া তরুণী চিকিৎসক পড়ুয়ার মা। এই বিষয় নিয়ে বিজেপিকে নিশানা করে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, অভয়ার মাকে ঠেলে ফেলে দিয়েছেন দলবদলু বিজেপি নেতা। এই আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক ফাঁদে না পড়তে অভয়ার মা-বাবার আর্জি জানান কুণাল।

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় যথাযথ বিচার মেলেনি বলে অভিযোগ। CBI-এর বিরুদ্ধে অভিযোগ করে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। এদিকে নবান্নের দিকে যেতে না পেরে পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বসে বিজেপি। সেখানে বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। সেখানেই ছিলেন অভয়ার মা-বাবা। ধস্তাধস্তিতে অভয়ার মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন বলে অভিযোগ বিজেপির।

বিজেপির অভিযোগকে উড়িয়ে তীব্র আক্রমণ করেন কুণাল। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, ”অভয়ার মা-বাবাকে যেভাবে রাজনীতি ব্যবহার করল বিজেপি (BJP), তার তীব্র নিন্দা জানাচ্ছি। বিজেপি নেতা ‘ন্যাড়া নাড়ু’ নিজের মুখ ক্যামেরায় দেখাবে বলে অভয়ার মাকে ঠেলে ফেলে দেয়। তাঁদের মবের মুখে ফেলে দেওয়া হয়েছে। নোংরামো করেছে বিজেপি।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কথায়, শুক্রবারই সাংবাদিক বৈঠকে এই আশঙ্কার কথা জানা তিনি। এর সপক্ষে ভিডিও দেখান তিনি। বলেন অভয়ার মা-বাবার বিরুদ্ধে তাঁদের কোনও ক্ষোভ নেই। ”কিন্তু যে বিজেপি সিবিআইয়ের মালিক, তাঁদের সঙ্গে যাচ্ছেন নবান্ন অভিযানে! এটা দ্বিচারিতা নয়?”-প্রশ্ন কুণালের। রাখি পূর্ণিমার দিন এই ধরনের রাজনৈতিক কর্মসূচি নেওয়ার জন্য বিজেপিকে নিশানা করেন কুণাল। বলেন, ”যাঁরা নিজেদের হিন্দু, সনাতনী বলে দাবি করছে আর রাখির মতো পবিত্র দিনে অশান্তি করছে, তাঁরা হিন্দু? তাঁরা হিন্দুর নামে কলঙ্ক।” একই সঙ্গে অভয়ার মা-বাবাকে রাজনৈতিক দলের হাতের পুতুল না হওয়ার আবেদন জানান কুণাল।

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version