চাহালের নতুন বান্ধবী! সোশ্যাল মিডিয়া জুড়ে নানান গুঞ্জন

Date:

Share post:

ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) নিয়ে শুরু হয়েছিল নতুন জল্পনা। বিশেষ করে তাঁর সঙ্গে এক মহিলাকে বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়ার পর থেকেই আরম্ভ হয়েছিল নানান গুঞ্জন। কে সেই রহস্যময়ী নারী তা নিয়েই ছিল নানান গুঞ্জন। যদিও এরপরই চাহালের নতুন বান্ধবীর পরিচয় সকলের প্রকাশ্যে আসেন। রেডিও জকি হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বিখ্যাত ইনফ্লুয়েন্সার আরজে মহাভাস (RJ Mahavas)। তবে কী সত্যিই ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন যুজবেন্দ্র চাহাল। সেই প্রশ্নের উত্তর না মিললেও দিনে দিনে কিন্তু মহাভাসকে নিয়ে চর্চা ক্রমশই বাড়ছে।

এবার ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচেই প্রথমবার একসঙ্গে দেখা যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং আরজে মহাভাসের। এরপর থেকে আরজে মহাভাসকে (RJ Mahavas) নিয়ে সকলের কৌতূহল বাড়তে থাকে। কয়েকদিন আগে বিমান বন্দরেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাদের নতুন সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে তারা নাকি গোপনে ডেটিংও করছেন। যদিও তারা একেবারেই তা স্বীকার করেননি।

তবে প্রধান প্রশ্ন হল কে এই আরজে মহাভাস। তাঁর সম্পত্তির পরিমান নিয়েও শুরু হয়েছে নানান জল্পনা। খোঁজ নিয়ে জানা গেল, রেডিও জকি হিসাবে যাত্রা শুরু করেছেন তিনি। ৯৮.৩ এফএমে কাজ করতেন তিনি। সেখান থেকেই তাঁর পরিচিতি। এছাড়া ইউটিউবেও তাঁর একটি জনপ্রিয় চ্যানেল রয়েছে। সেখানেই ইনফ্লুয়েন্সার হিসাবেও তাঁর বিরাট জনপ্রিয়তা রয়েছে। তাঁর ফলোয়ারও রয়ছে কয়েক মিলিয়ন।

গুগল থেকে পাওয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী মহাভাস এই মুহূর্তে ৩৫ লক্ষ টাকার মালিক। এছাড়াও তাঁর প্রতি মাসের বেতন ৭০ থকে ৮০ হাজার টাকা। এছাড়া ফিল্ম প্রোডাকশনের সঙ্গেও যুক্ত রয়ছেন তিনি।

এর আগে ধনশ্রীর ডান্স ক্লাসে তাঁর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। সেই সম্পর্ক ছিন্ন হওয়ার পর এবার এক নতুন সম্পর্কে জড়িয়েছন চাহাল?  তাদের একসঙ্গে পঞ্জাব কিংসের গাড়িতেও দেখা গিয়েছিল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

এশিয়া কাপে নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ, আইসিসির শাস্তির মুখে পাকিস্তান

এশিয়া কাপে ( Asia Cup) ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান দল (Pakistan)। ভারতের বিরুদ্ধে হেরে কোনও ক্রমে সুপার...

সুপার ফোরের ম্যাচে হাত মেলাবেন সূর্য-সলমনরা? সিদ্ধান্ত নিয়ে নিল আইসিসি

এশিয়া কাপে ( Asia Cup) সুপারের ম্যাচে রবিবারের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান ( IND vs PAK)। গত রবিবার...

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফাইনালে হতাশ করলেন নীরজ, আশা জাগালেন সচিন

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে(World Athletics Championships 2025 Final ) জ্যাভেলিনের ফাইনালে নজর ছিল ভারত এবং পাকিস্তানের দুই অ্যাথলিটের দিকে।...

সভাপতি নির্বাচনের বৈঠক অমিত শাহের বাড়িতে, বিজেপির গ্রাসে বিসিসিআই!

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম (BCCI AGM)। বিজেপির আমলে ইলেকশন অতীত সিলেকশনই শেষ কথা। এবার বিসিসিআই সভাপতি বাছাই...