Thursday, November 6, 2025

চাহালের নতুন বান্ধবী! সোশ্যাল মিডিয়া জুড়ে নানান গুঞ্জন

Date:

ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) নিয়ে শুরু হয়েছিল নতুন জল্পনা। বিশেষ করে তাঁর সঙ্গে এক মহিলাকে বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়ার পর থেকেই আরম্ভ হয়েছিল নানান গুঞ্জন। কে সেই রহস্যময়ী নারী তা নিয়েই ছিল নানান গুঞ্জন। যদিও এরপরই চাহালের নতুন বান্ধবীর পরিচয় সকলের প্রকাশ্যে আসেন। রেডিও জকি হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বিখ্যাত ইনফ্লুয়েন্সার আরজে মহাভাস (RJ Mahavas)। তবে কী সত্যিই ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন যুজবেন্দ্র চাহাল। সেই প্রশ্নের উত্তর না মিললেও দিনে দিনে কিন্তু মহাভাসকে নিয়ে চর্চা ক্রমশই বাড়ছে।

এবার ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচেই প্রথমবার একসঙ্গে দেখা যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং আরজে মহাভাসের। এরপর থেকে আরজে মহাভাসকে (RJ Mahavas) নিয়ে সকলের কৌতূহল বাড়তে থাকে। কয়েকদিন আগে বিমান বন্দরেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাদের নতুন সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে তারা নাকি গোপনে ডেটিংও করছেন। যদিও তারা একেবারেই তা স্বীকার করেননি।

তবে প্রধান প্রশ্ন হল কে এই আরজে মহাভাস। তাঁর সম্পত্তির পরিমান নিয়েও শুরু হয়েছে নানান জল্পনা। খোঁজ নিয়ে জানা গেল, রেডিও জকি হিসাবে যাত্রা শুরু করেছেন তিনি। ৯৮.৩ এফএমে কাজ করতেন তিনি। সেখান থেকেই তাঁর পরিচিতি। এছাড়া ইউটিউবেও তাঁর একটি জনপ্রিয় চ্যানেল রয়েছে। সেখানেই ইনফ্লুয়েন্সার হিসাবেও তাঁর বিরাট জনপ্রিয়তা রয়েছে। তাঁর ফলোয়ারও রয়ছে কয়েক মিলিয়ন।

গুগল থেকে পাওয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী মহাভাস এই মুহূর্তে ৩৫ লক্ষ টাকার মালিক। এছাড়াও তাঁর প্রতি মাসের বেতন ৭০ থকে ৮০ হাজার টাকা। এছাড়া ফিল্ম প্রোডাকশনের সঙ্গেও যুক্ত রয়ছেন তিনি।

এর আগে ধনশ্রীর ডান্স ক্লাসে তাঁর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। সেই সম্পর্ক ছিন্ন হওয়ার পর এবার এক নতুন সম্পর্কে জড়িয়েছন চাহাল?  তাদের একসঙ্গে পঞ্জাব কিংসের গাড়িতেও দেখা গিয়েছিল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version