Saturday, November 1, 2025

রান্না ও পোশাক নিয়ে মন্তব্য ‘নিষ্ঠুরতা’ নয় : বোম্বে হাই কোর্ট! বাতিল স্বামীর বিরুদ্ধে FIR

Date:

‘স্ত্রীর রান্না বা পোশাক নিয়ে স্বামীর মন্তব্যে সাধারণ ঝগড়া হতেই পারে, কিন্তু তা দাম্পত্য ‘নিষ্ঠুরতা’ (Cruality) প্রমাণ করে না’—এমনই মন্তব্য করলো বোম্বে হাই কোর্ট (Bombay High Court)। সম্প্রতি এই মর্মে এক স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া ৪৯৮এ ধারার মামলার FIR বাতিল করেছে বোম্বে হাই কোর্ট। এই মামলায় স্ত্রী অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন শুরু করেন। ‘রান্না ভালো নয়’ বা ‘সঠিক কাপড় পরেন না’—এমন মন্তব্যে অপমান করা হয়। এছাড়াও ১৫ লাখ টাকা দামের ফ্ল্যাট কেনার দাবিও করা হয়েছিল বলে অভিযোগ।

কিন্তু বিচারপতি নিতিন সাম্ব্রে ও বিচারপতি সোমেশ গোসাভি-র ডিভিশন বেঞ্চ এই মামলা পর্যবেক্ষণ করে বলেন, “এই ধরনের মন্তব্য অনেক সময় পারিবারিক জীবনে হয়। এগুলিকে কঠিন নির্যাতনের পর্যায়ে ফেলা যায় না।” আদালতের মতে, ৪৯৮এ ধারার অপব্যবহার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যেখানে সম্পর্ক খারাপ হলে একপাক্ষিকভাবে অতিরঞ্জিত অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, এই দম্পতির বিয়ে হয় ২০২২-এর ফেব্রুয়ারিতে। অভিযোগ অনুযায়ী, মার্চ মাসের মধ্যেই স্ত্রী নিজের বাপের বাড়ি ফিরে যান এবং স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ ছিল, স্বামী আগে থেকেই মানসিক অসুস্থ, কিন্তু তা গোপন করে বিয়ে করেছিলেন। বিবাহের পরেই স্ত্রীর ওপর বিভিন্ন দাবি চাপানো হয়। তবে তদন্তে উঠে আসে, স্বামী বিয়ের আগে থেকেই নিজের চিকিৎসার বিষয় স্ত্রীকে জানিয়েছিলেন এবং স্ত্রী নিজেও বিষয়টি জেনেই বিবাহে সম্মত হন। পুলিশ চার্জশিটেও নির্দিষ্টভাবে নির্যাতনের কোনও তথ্য পাওয়া যায়নি। পর্যবেক্ষণ করার পর মামলা বাতিল করে বোম্বে হাই কোর্ট। আরও পড়ুনঃ আমি এই পৃথিবীর জন্য নই: পোস্ট করে চিরবিদায় অটিজম আক্রান্ত পিআইচডি গবেষকের! তদন্তে আইসার

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version