Tuesday, August 12, 2025

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: দর্শন শিক্ষালয়ের উদ্যোগে রাজগ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির

Date:

মৃত্যুঞ্জয় লোক্ষণ 

রাখি বন্ধন —শুধু ভাই-বোনের সম্পর্কের উৎসব নয়, এটি আত্মীয়তা ও মানবিকতার এক অটুট বন্ধন। সেই রাখি বন্ধন উপলক্ষ্যে “দর্শন শিক্ষালয়”-এর বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে রবিবার আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির, যা রূপ নেয় উৎসবের আবহে মানবতার মহোৎসবে। শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৭৬ জন রক্তদাতা এগিয়ে আসেন অন্যের জীবন বাঁচানোর উদ্দেশ্যে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার রোহন জয় বিশ্ববাগ, বাঁকুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপর্ণা চ্যাটার্জি, চিকিৎসক ড. রাজেন্দ্র প্রসাদ মুখার্জী, বিশিষ্ট শিক্ষক অনাদি দাস, বিশিষ্ট সমাজসেবী কার্ত্তিক মাল, শ্রদ্ধেয় পরেশনাথ দত্ত এবং এলাকার আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা রক্তদাতাদের সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করেন এবং জানান, এ ধরনের সামাজিক উদ্যোগ শুধু জীবন রক্ষা নয়, সমাজে মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে। উপস্থিত বিশিষ্টজনেরা তরুণ প্রজন্মকে এই ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, আজকের দিনে স্বেচ্ছায় রক্তদান শুধু দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি এক পবিত্র অঙ্গীকার।

শিবিরে রক্তদাতাদের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে সাম্মানিক স্মারক, ফাইল এবং চারাগাছ তুলে দেওয়া হয়। চারাগাছ দেওয়ার মাধ্যমে পরিবেশ সচেতনতাও সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আয়োজকেরা। আয়োজকরা জানান, এই উদ্যোগ কেবল এক দিনের নয়, ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা আরও বিস্তৃত হয়।

রাখি বন্ধন উপলক্ষ্যে এই রক্তদান শিবির প্রমাণ করল—মানবতার বন্ধনই সবচেয়ে দৃঢ়, আর ভালোবাসা ও সহমর্মিতাই পারে সমাজকে সুন্দর ও সুস্থ করে তুলতে।

আরও পড়ুন – বাংলার সম্মান রক্ষার লড়াই, ছাব্বিশে বিজেপিকে বিদায়ের হুঁশিয়ারি সায়নীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...
Exit mobile version