Wednesday, August 13, 2025

নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগ, বিজেপি নেতা-সহ বহুজনের বিরুদ্ধে এফআইআর

Date:

নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা, হুমকি এবং আদালত অবমাননার অভিযোগে এফআইআর দায়ের হল বিজেপি বিধায়ক অশোক দিন্দা-সহ বেশ কয়েকজন বিজেপি। নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায় মোট সাতটি এফআইআর হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে রবিবার সকালে এসএসকেএম হাসপাতালে যান সিপি মনোজ ভার্মা।

উচ্চ আদালত আগেই জানিয়েছিল, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে পারেন। কিন্তু শনিবারের ঘটনায় সেই নির্দেশ কার্যত উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ। অরাজনৈতিক বলে ঘোষিত এই নবান্ন অভিযান শেষ পর্যন্ত রাজ্য বিজেপির দখলে চলে যায়। বিক্ষোভকারীদের একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশকর্মীদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। পুলিশের দাবি, এতে আহত হন তিন কনস্টেবল ও এক আইপিএস পদমর্যাদার অফিসার। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

শনিবার পার্ক স্ট্রিটে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। সাঁতরাগাছিতেও উত্তেজনা ছড়ায়। পুলিশ বাধা দিতে গেলে হামলা ও হুমকির অভিযোগ ওঠে। সেই সূত্রেই একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

প্রসঙ্গত, এই অভিযানের ডাক দিয়েছিলেন আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা। যদিও শুরুতে অরাজনৈতিক থাকলেও পরবর্তীতে মঞ্চ দখল করে নেন বিজেপি নেতারা— শুভেন্দু অধিকারী, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পালের মতো প্রথম সারির নেতৃত্ব। পুলিশের অভিযোগ, বিচার দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানানো হয়।

আরও পড়ুন – ‘তুমি চলে যাওনি, এখনও আছো’.. রাখির দিনে আবেগঘন পোস্ট সুশান্তের দিদির 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version