Sunday, November 2, 2025

নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগ, বিজেপি নেতা-সহ বহুজনের বিরুদ্ধে এফআইআর

Date:

নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা, হুমকি এবং আদালত অবমাননার অভিযোগে এফআইআর দায়ের হল বিজেপি বিধায়ক অশোক দিন্দা-সহ বেশ কয়েকজন বিজেপি। নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায় মোট সাতটি এফআইআর হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে রবিবার সকালে এসএসকেএম হাসপাতালে যান সিপি মনোজ ভার্মা।

উচ্চ আদালত আগেই জানিয়েছিল, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে পারেন। কিন্তু শনিবারের ঘটনায় সেই নির্দেশ কার্যত উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ। অরাজনৈতিক বলে ঘোষিত এই নবান্ন অভিযান শেষ পর্যন্ত রাজ্য বিজেপির দখলে চলে যায়। বিক্ষোভকারীদের একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশকর্মীদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। পুলিশের দাবি, এতে আহত হন তিন কনস্টেবল ও এক আইপিএস পদমর্যাদার অফিসার। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

শনিবার পার্ক স্ট্রিটে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। সাঁতরাগাছিতেও উত্তেজনা ছড়ায়। পুলিশ বাধা দিতে গেলে হামলা ও হুমকির অভিযোগ ওঠে। সেই সূত্রেই একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

প্রসঙ্গত, এই অভিযানের ডাক দিয়েছিলেন আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা। যদিও শুরুতে অরাজনৈতিক থাকলেও পরবর্তীতে মঞ্চ দখল করে নেন বিজেপি নেতারা— শুভেন্দু অধিকারী, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পালের মতো প্রথম সারির নেতৃত্ব। পুলিশের অভিযোগ, বিচার দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানানো হয়।

আরও পড়ুন – ‘তুমি চলে যাওনি, এখনও আছো’.. রাখির দিনে আবেগঘন পোস্ট সুশান্তের দিদির 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version