Monday, November 3, 2025

নরেন্দ্র মোদির ছবি দিয়ে প্রচার না করলেই বঞ্চনা রাজ্যকে। শিক্ষা হোক, বা স্বাস্থ্য – সর্বত্রই কেন্দ্রের সরকারের প্রচার বাণিজ্য না হলে দেশের মানুষ বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে। কোথায় সেবা? এবার সেই প্রশ্নই নরেন্দ্র মোদির (Narendra Modi) দিকে ছুঁড়লেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। দেশের মানুষের যে কাজকে এতদিন সেবা বলে দেখা হত, সেই সেবার বাণিজ্যিকরণ (commercialisation) নিয়ে এবার প্রকাশ্যে সরব আরএসএস প্রধান।

মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) আরএসএস-এর একটি অনুষ্ঠানে মোহন ভাগবত দাবি করেন, শিক্ষা ও স্বাস্থ্য সাধারণ মানুষের মৌলিক চাহিদা। মানুষ ভালো শিক্ষার জন্য নিজের ঘর-বাড়ি বিক্রি করতে পিছপা হন না। আবার সুচিকিৎসার জন্যও জমি-বাড়ি বিক্রি করে থাকেন। কারণ তাঁরা জানেন সুস্বাস্থ্য ছাড়া শিক্ষা বা কোনও কাজ সম্ভব নয়। কিন্তু দুর্ভাগ্য আজকের দিনে সেই শিক্ষা ও স্বাস্থ্য তাদের নাগালের বাইরে। সাধারণ মানুষের আর্থিক সামর্থেরও বাইরে। অর্থাৎ সহজে সুলভও নেই, সস্তাও নেই।

এর কারণও ভাগবত নিজেই ব্য়াখ্যা করেন। তিনি বলেন, শিক্ষার জন্য স্কুল কী কম? না তা নয়। হাসপাতালের সংখ্যা কী কম? তাও নয়। সুযোগ সুবিধা রয়েছে। জ্ঞানী ব্যক্তিরও সংখ্যা কম নেই। কিন্তু বাস্তব হল, সেগুলি সাধারণ মানুষের নাগালের বাইরে।

আরও পড়ুন: শিয়ালদহ স্টেশনের নাম-রাজনীতি বিজেপির! কেন স্বামীজির নামে নয়, প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে শিক্ষা ও স্বাস্থ্যে বেসরকারিকরণ শুরু করেছে, তার প্রতিবাদে সরব বিরোধীরা। এমনকি স্বাস্থ্য ক্ষেত্রে জীবন ও স্বাস্থ্য বিমার উপরও কেন্দ্রের চড়া হারে জিএসটি, যার প্রতিবাদ প্রথম থেকেই তৃণমূল করে এসেছিল। বাধ্য হয়ে সেই জিএসটি প্রত্যাহারের পথ নেয় কেন্দ্রের মোদি সরকার। সেই সরকারের মন্ত্রীর বক্তব্য উল্লেখ করেই মোহন ভাগবত শিক্ষা-স্বাস্থ্যের বাণিজ্যিকরণের বিরোধিতায় সরব হন। তিনি অভিযোগ করেন, আগে শিক্ষা ও স্বাস্থ্যকে সেবা-র স্থানে রাখা হত। আজ এগুলিকেও বাণিজ্যিকরণের মধ্যে এনে ফেলা হয়েছে। মানুষের চিন্তাভাবনা এমন বানিয়ে ফেলেছে। কয়েক বছর আগে এক মন্ত্রীর বক্তব্য শুনেছিলাম এই নিয়ে। তিনি বলেছিলেন যে ভারতে শিক্ষা ট্রিলিয়ন (trillion) ডলারের ব্যবসা। এখন ব্যবসা তো সাধারণ নাগরিকের নাগালের বাইরে কারণ এটা করতে তো টাকা লাগে। তাই সাধারণ নাগরিকের নাগালের বাইরে শিক্ষা। যার পুঁজি রয়েছে তিনিই পাবেন।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version