একের পর এক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েই চলেছেন। ডুরান্ডে ম্যাকলরেনের(Jamie Maclaren) প্রথম গোল। কিন্তু সবার অলক্ষ্যে মোহনবাগানের(Mohunbagan) হয়ে প্রতি ম্যাচেই গোল করে চলেছেন লিস্টন কোলাসো। নতুন মরসুমে এ যেন সম্পূর্ণ নতুন এক কোলাসো। গত মরসুমের থেকে সম্পূর্ণ আলাদা। মোহনবাগানের হয়ে প্রতি ম্যাচে যেমন গোল করেও চলেছেন।
তেমনই আবার প্রতি ম্যাচে আক্রমণের ঝাঁঝও তুলছেন তিনি। লিস্টনেই আপ্লুত কোচ থেকে মোহনবাগান সমর্থকরা। ডুরান্ডে ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে নেমেছিল সবুজ-মেরুন (Mohunbagan) ব্রিুগেড। সেখানেই বিধ্বংসী ফর্মে মোহনবাগান।
পাঁচ গোলে প্রতিপক্ষ শিবিরকে উড়িয়ে দিল মোহনবাগান। ডুরান্ড কাপে কেরিয়ারের প্রথম গোল পেলেন জেমি ম্যাকলরেন (Jamie Maclaren)। সেইসঙ্গেই এবার কোয়ার্টার ফাইনালেও নিজেদের জায়গা পাকা করে ফেলল মোহনবাগান। এবার প্রতীক্ষা মরসুমের অন্যতম ডার্বি। সেখানেই মোহনবাগানের সামনে প্রতিশোধের লক্ষ্য।
–
–
–
–
–
–
–
–