Monday, December 8, 2025

শারীরিক অবস্থা স্থিতিশীল, রবির দুপুরেই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভয়ার মা

Date:

Share post:

নবান্ন (Nabanna)অভিযানে বিজেপির নিকৃষ্ট রাজনীতির শিকার অভয়ার বাবা- মা। শনিবার আরজি কর (RG Kar Hospital)কাণ্ডের এক বছরের মাথায় ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ‘বিচার’ চেয়ে পথে নেমেছিলেন চিকিৎসকের মা। সেখানেই তিনি আক্রান্ত হন বলে অভিযোগ। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে পুলিশের উপর দোষ চাপানোর চেষ্টা করলেও, চিত্র সাংবাদিকদের ক্যামেরায় বিজেপির ‘ন্যাড়া নাড়ু’র ধাক্কা মারার ছবি ধরা পড়েছে বলে জানান তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার বিকেলেই নির্যাতিতার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছিলেন ডাক্তাররা। রবিবার দুপুরে ছাড়া পেলেন তিনি। এদিন তৃণমূল নেতা বলেন, আগেও ওনারা অনেক মিছিলে সামিল হয়েছেন কিন্তু এরকম ঘটনার মুখে পড়তে হয়নি। কিন্তু বিজেপির মিছিলে গিয়েই আহত হলেন কেন? আর এত ক্যামেরা, মিডিয়া থাকা সত্ত্বেও পুলিশ মেরেছে বলে যে দাবি করছে গেরুয়া দল তার কোনও ছবি কেন দেখা যাচ্ছে না? “ওনারা তৃণমূলের মিছিলে গেলে আমরা বুক দিয়ে আগলে রাখতাম” বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুবার্ষিকীতে নবান্ন অভিযানের ডাক যে আসলে বকলমে বিজেপির (BJP)কর্মসূচি ছিল তা রাজ্যের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। শনিবার দুপুরে কিছু শুভেন্দু অনুগামীদের সঙ্গে মিছিলে দেখা যায় মৃতার মা-বাবাকে। ফ্রেমে বারবার ধরা পড়েন কৌস্তভ বাগচি। ধাক্কাধাক্কির সময়ও তাঁকে হাত দিয়ে অভয়ার মাকে ঠেলতে দেখা গেছে। এরপরই মহিলার আহত হওয়ার খবর সামনে আসে। তিনি জানান, তাঁর কপাল এবং পিঠে আঘাত লেগেছে। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান আঘাত গুরুতর নয়। তবে তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করে চিকিৎসা শুরু হয়।এদিন সকালে হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নির্যাতিতার মা রাতে ভাল ভাবে ঘুমিয়েছেন। মাথা ধরার মতো কোনও সমস্যা তাঁর নেই। সকালে জরুরি বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানেই হাঁটেন তিনি। পাশাপাশি স্নায়ুরোগ বিশেষজ্ঞদের একটি দল নির্যাততের মাকে দেখে যায়। দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...