চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় রবিবারের সকালে চূড়ান্ত চাঞ্চল্য বিমান বন্দরের কাছে ভিআইপি রোডে। এসবিএসটসির (SBSTC) বাসে আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দ্রুত বিমান বন্দর থানার (Biman Bandar Police Station) পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয় ভিআইপি রোডে।
রবিবার বেলা ১২টা নাগাদ ভিআইপি রোডের কলকাতামুখি লেনে এসবিএসটিসি-র (SBSTC) একটি বাসে আচমকা ধোঁয়া বেরোতে থাকলে চালক বাসটি পাশে দাঁড় করিয়ে দেন। বাসে তখন ২৫-৩০ জন যাত্রী ছিলেন। দ্রুত তাঁরা বাস থেকে নেমে যান। বাসটিতে আগুন লেগে যায়। লেনের অন্যান্য গাড়িকে উল্টোদিকের লেনে ঘুরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: দেবের সঙ্গে কাজ করাতেই ভাগ্য বদল! এবার ‘দুর্গা’ ইধিকা
বিমান বন্দর থানার পুলিশ যান নিয়ন্ত্রণ থেকে বাসে আগুন নেভানোর কাজে তদারকি চালায়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
–
–
–
–
–
–