Tuesday, August 12, 2025

আজ শিয়ালদহ শাখায় AC লোকালের আনুষ্ঠানিক উদ্বোধন, সফর শুরু সোম থেকে

Date:

রবিবাসরীয় ছুটির আমেজে রাজ্যের বুকে যাত্রা শুরু এসি লোকাল ট্রেনের। আজ পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন পরিষেবা (AC local train service) চালু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট শাখায় (Sealdah Ranaghat Route)। এদিন সকাল ১১ টা নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার (১১ অগাস্ট) থেকে সাধারণ যাত্রীরা সফর করতে পারবেন। রেল আধিকারিকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রেল সূত্রে খবর দুটি এসি লোকাল এলেও প্রথম পর্যায়ে একটি ট্রেনই চালানো হবে। পরে পরিস্থিতি বুঝে এই ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। AC লোকালেও সাধারণ ট্রেনের (Train) মতোই বিনা টিকিটে ২৫০টাকা জরিমানার সঙ্গে ন্যূনতম ভাড়া দিতে হবে। শিয়ালদহ থেকে দমদমের ভাড়া ৩৫ টাকা। অর্থাৎ নিয়ম ভাঙলে জরিমানা বাবদ ২৮৫ টাকা খসবে পকেট থেকে।

এসি লোকালে মোট ১২টি কামরা থাকছে, আসন সংখ্যা ১১২৬। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। প্রাথমিক পর্যায়ে এই এসি লোকাল সব স্টেশনে থামবে না। রানাঘাট শিয়ালদহ রুটে ট্রেন ছাড়ার পর পর চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম ও বিধাননগর স্টেশনে গাড়ি দাঁড়াবে। রানাঘাট স্টেশন থেকে সকাল ৮টা ৩২ মিনিটে ট্রেনটি রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছবে সকাল ১০:১০ মিনিটে। শিয়ালদহ স্টেশন থেকে সন্ধ্যা ৬:৫০ মিনিটে ফিরতি পথে যাত্রা শুরু করে রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৩২মিনিট নাগাদ। শিয়ালদহের ডিভিশনাল পার্সোনাল অফিসার একলব্য চক্রবর্তী (Ekalavya Chakraborty) জানিয়েছেন, প্রতিটি কামরায় ৩০ টন ক্ষমতাসম্পন্ন এসি থাকছে। যাত্রীরা কোনও সমস্যায় পড়লে ট্রেনের গার্ড ও চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রতিটি কোচে তিন জনের স্টেইনলেস স্টিল সিট,সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম।ট্রেনের সামনে পিছনে দুটি লেডিজ কামরা থাকছে।এক কামরা থেকে অন‌্য কামরায় যাওয়ার করিডর থাকবে। ট্রেনটি স্টেশনে পৌঁছনোর পর দরজা খুলবে ও ছাড়ার আগে বন্ধ হবে (যেমনটা মেট্রোতে হয়)। অনলাইন এবং স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটা যাবে।

 

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version