Monday, August 11, 2025

টেস্ট থেকে অবসর নেওয়ার পর আপাতত ক্রিকেটের বাইরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএল (IPL) চলার মাঝেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দেশের জার্সিতে শুধু খেলবেন ওডিআই ফর্ম্যাটে। আপাতত ক্রিকেট থেকে বিরতিতে রয়ছেন তিনি। সেই সময়ই লন্ডনের মাটিতে বেশ খোশ মেজাজে বিরাট কোহলি। স্ত্রী অনুস্কা (Anushka Sharma) এবং দুই সন্তানের সঙ্গে আপাতত লন্ডনের নটিং হিলের বাড়িতেই নিজের মতো করে নানানভাবে সময় কাটাচ্ছেন কিং কোহলি (Virat Kohli)।

মুম্বই থেকে গুরুগ্রামে বিরাট ম্যানসন রয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। তবুও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের সবচেয়ে পছন্দের জায়গা লন্ডন। সেথানেই নটিং হিলেই নিজের পছন্দের বাড়ি নিয়েছেন বিরাট কোহলি। সেখানে সকলের থেকে দূরে একেবারে সাধারণের মতোই সময় কাটাচ্ছেন তিনি। কেন তিনি নটিং হিলকেই পছন্দ করেছেন। কারণ সেই জায়গার মতো প্রকৃতির বৈচিত্র খুব কমই রয়েছে।

অগাস্ট মাস পড়ে গিয়েছে। নটিং হিল এখন সেজে উঠেছে। কারণ সেখানেই শুরু হবে নটিং হিল কার্নিভাল। সেখানেই যে পরিবারের সঙ্গে উৎসবে মাতবেন বিরুস্কা তা বলার অপেক্ষাই রাখে না। লন্ডনের এই জায়গাটা সেই কারণেই বেছেছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের সিরিজ চলাকালীন শুভমন গিলদের তাঁর বাড়িতে আমন্ত্রন জানিয়েছিলেন বিরাট কোহলি। সেই ছবি ভাইরালও হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যে। কিন্তু ক্রিকেট থেকে নিজেকে দূরেই রেখেছিলেন। মাঠে কিন্তু খেলা দেখতে যাননি তিনি।

নটিং হিল বরাবরই ওয়াকিং টুরের জন্য বিখ্যাত। আর বিরাট কোহলি ফিটনেস নিয়ে অত্যন্ত সতর্ক। এছাড়া হাঁটার কথা বারবারই শোনা গিয়েছে তাঁর মুখে। নটিং হিলে বিরাট যেমন ওয়াকিং টুরে সময় কাটাচ্ছেন। তেমনই সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য্যও উপভোগ করছেন স্ত্রী এবং পরিবারের সঙ্গে। এছাড়া মাঝে মধ্যেই লাইম ইলেকট্রিক স্কুটারের সঙ্গেও নটিং হিল উপভোগ করছেন বিরুস্কা।

বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত গোপনীয়তা রাখেন বিরাট কোহলি এবং অনুস্কা শর্মা। তবে লন্ডনের রাস্তায় বিরাট কোহলিকে কিন্তু মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি তাঁর সাদা দাড়িতে মুখ দেখে বিরাট ভক্তরা অত্যন্ত চমকেই গিয়েছে।

Related articles

ভেঙ্গসরকারের প্রশ্নের মুখে বুমরাহ, আগরকর

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার (Dilip...

Petrol Diesel price: অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

১১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ১১ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০১৪৫ ₹     ১০১৪৫০ ₹ খুচরো পাকা সোনা   ১০১৯৫...

ভাবতেই পারি না আমার বিচ্ছেদ হবে: প্রথম বিচ্ছেদের পর অন্য সুর রাজের

বিচ্ছেদ করেই নতুন সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakroborty)। এর আগে শতাব্দী মিত্রের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।...
Exit mobile version