এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা নিয়ে দুর্ভোগ যেন থামতে চাইছে না। এবার ত্রিবান্দ্রম থেকে দিল্লি পৌঁছানোর ভয়াবহ অভিজ্ঞতা জানালেন কংগ্রেস সাংসদ তথা এআইসিসি (AICC) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (K C Venugopal)। সেই সঙ্গে প্রশ্ন তুললেন ডিজিসিএ-র (DGCA) নজরদারি নিয়েও।

দেরিতে ওড়া থেকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে না পারার এক ভয়াবহ কাহিনী জানালেন কংগ্রেস নেতা বেণুগোপাল। ত্রিবান্দ্রম থেকে দিল্লিগামী এআই ২৪৫৫ (AI 2455) উড়ান প্রথমে নির্দিষ্ট সময় থেকে দেরিতে ছাড়ে বলে জানান কংগ্রেস নেতা। মাঝ আকাশে এয়ার টার্বুলেন্সে পড়া একটি সাধারণ ঘটনা। তবে উড়ানের প্রায় এক ঘন্টা পরে ক্যাপ্টেন (Captain) আচমকাই জানান বিমানের সিগনাল বিভ্রাট। বিমানটিকে চেন্নাইতে ঘুরিয়ে দেওয়া (diverted) হয়।

তবে ভোগান্তির এখানেই শেষ হয়নি। বেণুগোপালের (K C Venugopal) দাবি, চেন্নাইতে রানওয়ে খালি না থাকায় প্রায় দু’ঘণ্টা আকাশে ঘুরপাক খায় এয়ার ইন্ডিয়ার বিমানটি। সবশেষে যখন রানওয়ে ছুঁতে যায় বিমানটি বিমান চালক দেখতে পান একই রানওয়েতে (runway) অন্য একটি বিমান রয়েছে। চালকের (captain) তাৎক্ষণিক বুদ্ধি ও তৎপরতায় ফের বিমানটি উড়িয়ে নিয়ে প্রাণ বাঁচানো হয় যাত্রীদের।

Air India flight AI 2455 from Trivandrum to Delhi – carrying myself, several MPs, and hundreds of passengers – came frighteningly close to tragedy today.
What began as a delayed departure turned into a harrowing journey. Shortly after take-off, we were hit by unprecedented…
— K C Venugopal (@kcvenugopalmp) August 10, 2025
গোটা ঘটনার বর্ণনা করে কে সি বেণুগোপাল দাবী করেন, সেই সময় একই বিমানে একাধিক সাংসদ যেমন উপস্থিত ছিলেন, তেমন কয়েকশো সাধারণ যাত্রীও ছিলেন। ছিলেন কেরলের চারজন ও তামিলনাড়ুর এক সাংসদ। বেণুগোপাল দাবি করেন, এই ঘটনার যেন যথাযথ তদন্ত চালায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সেই সঙ্গে এমন ঘটনা যাতে আর না ঘটে তার দাবিও জানান। অসামরিক বিমান পরিবহন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রক তথা ডিজিসিএ (DGCA) এখনও কতটা ঢিলেঢালা মনোভাব দেখাচ্ছে, এই ঘটনায় আরও একবার তা প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: দিল্লিতে কাঁপাবে বিরোধী জোট: বৈঠকে ডাকল নির্বাচন কমিশন

যদিও এই ঘটনায় এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল। তবে ল্যান্ডিং-এর সময়ে এক রানওয়েতে দুই বিমানের কথা তারা অস্বীকার করেছে।
