Friday, November 28, 2025

নাম-জন্মস্থান বদলে অপমান! ক্ষুদিরামের শহিদ দিবসে সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাঙালি দেখলেই অপমান – এটাই যেন বিজেপির অঘোষিত নিয়ম। তাই বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসুর চরিত্রকে চলচ্চিত্রে তুলে ধরে বিকৃত করাতেও এতটুকু প্রতিবাদ শোনা যায়নি বিজেপির তরফ থেকে। অথচ সেই ক্ষুদিরাম বসুকে (Khudiram Bose) শরণ করেই ভাষা সন্ত্রাসে বাংলার প্রতিবাদের জবাব দেওয়ার চেষ্টা চালিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ১১ অগাস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসির দিন তাঁকে স্মরণ করে ভাষা সন্ত্রাসীদের স্বরূপ তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় ক্ষুদিরামের শহিদ দিবসে মুখ্যমন্ত্রী স্মরণ করেন বিখ্যাত গান – “একবার বিদায় দে মা ঘুরে আসি/ হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী”। সেই সঙ্গে লেখেন, বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম। একটা কথা লিখি। সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে ‘সিং’ বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে (Khudiram Bose) ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা? আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য!

আরও পড়ুন: মাঝ আকাশে দু’ঘণ্টা, প্রাণহাতে ল্যান্ডিং! বিমান যাত্রার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার কংগ্রেস নেতার

আর এই প্রসঙ্গেই ক্ষুদিরামের প্রতি দায়বদ্ধতায় যে উন্নয়ন করেছে বাংলার প্রশাসন, তা তুলে ধরে মমতা বলেন, আমরা কিন্তু সবসময় দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি। ক্ষুদিরাম বসুর জন্মস্মৃতি বিজড়িত মহাবনী ও সংলগ্ন অঞ্চলের আরো বেশি উন্নয়নের জন্য মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি (MDA) করেছি। এছাড়া মহাবনীতে শহীদ ক্ষুদিরামের মূর্তি স্থাপন থেকে শুরু করে পাঠাগার সংস্কার, নতুন একটি সুবিশাল অডিটোরিয়াম, কনফারেন্স রুম – সবই করা হয়েছে। একটি মুক্তমঞ্চও করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নির্মিত হয়েছে আধুনিক কটেজ, ঐতিহ্যবাহী ক্ষুদিরাম পার্কের পুনরুজ্জীবন করা হয়েছে। পুরো এলাকাটাকে আলো দিয়ে সাজানোও হয়েছে। শুধু তাঁর জন্মস্থান মেদিনীপুরেই নয়, এই মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে কলকাতায় একটি মেট্রো স্টেশনের (metro station) নামও আমরা ওনার নামে রেখেছি। আমরা গর্বিত।

spot_img

Related articles

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...