শ্রাবণের শেষেও বর্ষা বাংলার উত্তর থেকে দক্ষিণ ভেজাতে কোনও কসুর করছে না। ফের একবার মৌসুমি অক্ষরেখার প্রভাবে শুধুমাত্র বৃষ্টি নয়, ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে।

উত্তরবঙ্গ
সোমবার – বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়
মঙ্গলবার – বিক্ষিপ্ত বৃষ্টি চার জেলায়

দক্ষিণবঙ্গ
সোমবার – আংশিক মেঘলা আকাশ। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া। সমুদ্রে কোনও সতর্কতা নেই
মঙ্গলবার – দুই চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি

আরও পড়ুন: দিল্লিতে নানা ভাষার ঐক্য: SIR প্রতিবাদে পুলিশি বাধার ‘কালো দিন’ নিয়ে সরব ঋতব্রত

বুধবার থেকে ফের দক্ষিণের জেলাগুলিতেও নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশের কারণে বুধবার থেকে ফের আবহাওয়ায় বদল দক্ষিণবঙ্গে।

–

–

–
–
