ভিত্তিহীন অভিযোগ। আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবাকে আইনজীবীর নোটিশ পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার, নিজের স্যোশাল মিডিয়ায় পেজে তিনি লেখেন, “অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিশ পাঠিয়েছি।“

অভয়ার বাবাকে কী কারণে নোটিশ দিয়েছেন কুণাল? নবান্ন অভিযানের দিন আহত হন অভয়ার মা। এই অভিযানের আগেই অভয়ার বাবা অভিযোগ করেন, টাকার বিনিময়ে সিবিআইয়ের সঙ্গে অভয়ার কাণ্ডের তদন্ত নিয়ে দুর্নীতি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এর বিরুদ্ধে প্রতিবাদ করেন কুণাল। তাঁর কথায়, তাঁর নিজের বিরুদ্ধেই সিবিআইয়ের তদন্ত চলছে। তিনি কিছু বললে সিবিআই শুনবে কেন!

এদিন সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে কুণাল (Kunal Ghosh) বলেন, “অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিশ পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।” ওঁরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওঁকে চিঠি পাওয়ার পর 4 দিন সময় দিয়েছে। তারপর মামলা করব।“
আরও খবর: শীতকালীন অধিবেশনেও SIR প্রতিবাদ: দলনেত্রীর বার্তা পৌঁছে দিলেন অভিষেক

–

–

–

–

–

–

–