Tuesday, August 12, 2025

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

Date:

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই কি এবার সিনেমা ছেড়ে আইপিএলের (IPL) ময়দানে টাকা রোজগার চিন্তা ভাবনা করছেন সলমন খান (Salman Khan)? অভিনেতা শাহরুখ খান (Shahrukh Khan) কলকাতা নাইট রাইডার্স (KKR) কর্তা। দল জিতুক বা হারুক এই ফ্র্যাঞ্চাইজি যে প্রত্যেক বছর বড় অংকের লাভের মুখ দেখে সে কথা গোটা বলিউড জানে। ঠিক এই কারণেই কি এবার আইপিএল টিম কিনবেন সেলিম পুত্র? ফিসফাস শুরু হতে না হতেই আজব উত্তর দিয়েছেন সুপারস্টার।

হিন্দি সিনে জগতের তারকাদের খেলার প্রতি আগ্রহ নতুন কিছু নয়। ক্রিকেট হোক বা ফুটবল বারবার টিনসেল টাউনের অভিনেতাদের কখনও মাঠে কখনও বা গ্যালারিতে বসে থাকতে দেখা গেছে। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টারা যেমন ক্রিকেট দল কিনেছেন, তেমনই অভিষেক বচ্চন, রণবীর কাপুররা (Ranbir Kapoor) ফুটবলের দিকে ঝুঁকতে। তালিকায় নাম রয়েছে বিগ বি-রও। এবার কি তবে এই জগতে পা ফেলার জন্য তৈরি হচ্ছেন সিনেপাড়ার বজরঙ্গি ভাইজান? হিন্দি বিনোদন জগতের সিলভার স্ক্রিনের সুপারহিট জুটি ‘করণ-অর্জুন’ কি তবে এবার আইপিএলের লড়াইয়ে প্রতিপক্ষ হতে চলেছেন?

সলমনের ক্রিকেট প্রেমের কথা কারোর অজানা নয়। সময় পেলেই পানভেলের ফার্মহাউসে দলবল নিয়ে ব্যাট-বল হাতে নেমে পড়েন অভিনেতা। তাহলে কি সত্যি সত্যি আগামী আইপিএলে দল কিনছেন? বিনোদন জগতের অন্দরে যখন এ প্রশ্ন ঘোরাফেরা করছে তখন জল্পনায় জল ঢেলেছেন বলিউডের ‘টাইগার ‘। সম্প্রতি সাক্ষাৎকারে খানিকটা রসিকতা করে জানান, “আইপিএল টিম কেনার মতো বয়স নেই আর! বুড়ো হয়ে গিয়েছি।আসলে ২০০৮ সালে আমার কাছেও আইপিএল দল কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি রাজি হইনি। তবে বিষয়টা এরকমও নয় যে আমি অনুশোচনায় ভুগছি। আমি মজাতেই রয়েছি।’

যাহ! তাহলে এত যে কল্পনা জল্পনা, সবটা মাঠে যাওয়ার আগেই শেষ? না ভক্তদের কথা ভেবে অবশ্য সম্পূর্ণ নিরাশ করেননি ক্রীড়াপ্রেমী অভিনেতা। রসিক ভাইজান বেশ মজার ছলেই ভবিষ্যৎ পরিকল্পনায় খেলাধুলার একটা যোগ তৈরি করেছেন। সলমন বলেন, “আমি গিলি-ডান্ডা লিগ শুরু করব ভাবছি। সেটা চোর-পুলিশ লিগ হতে পারে কিংবা অনেক শিক্ষিত মানুষজন রয়েছেন, তাঁদের নিয়ে ডাক্তার-ডাক্তার খেলব।” বুঝুন কাণ্ড! এটা জানাই বোধহয় বাকি ছিল।

 

Related articles

শুধু IC-OC নন, জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও সরাসরি আইন-শৃঙ্খলার দায়িত্ব নিন: নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যে একের পর এক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে ‘আমাদের পাড়া...

আগামী সোমবার মন্ত্রীসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আগামী সোমবার ১৮ অগস্ট ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)...

ট্রাম্পের ট্যারিফে কী পর্যায়ে ভারতের বাণিজ্যচুক্তি? অভিষেকের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র

ভারতের উপরে দুই ধাপে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা (America)। ট্রাম্পের ট্যারিফ চাপানো নিয়ে উত্তাল দেশ। ধাক্কা...

১৭ অগাস্ট ডুরান্ড কোয়ার্টার ফাইনালে ডার্বি হচ্ছে না

১৭ অগাস্ট  ডুরান্ডের মঞ্চে কী হবে ডার্বি (Derby)! এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। মঙ্গলবার রাতেই হবে ডুরান্ড কাপের...
Exit mobile version