কোনও CC ক্যামেরায় দেখা যায়নি অভয়ার মাকে মারা হয়েছে, ফুটেজে থাকলে দিন: জয়েন্ট CP

Date:

Share post:

বিজেপির কর্মসূচিতে আহত হয়েছিলেন আর জি করের মৃত চিকিৎসক পড়ুয়ার মা। কিন্তু তিনি কীভাবে চোট পেলেন- তা নিয়ে বিতর্ক দেখা দেয়। পুলিশের দিকে আঙুল তোলেন অনেকে। কিন্তু কেউ কোথাও কোনও ফুটেজ দেখাতে পারেননি। মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে জয়েন্ট সিপি (সদর) মিরাজ খালিদ স্পষ্ট জানান, এরকম কোনও ফুজেট তাঁরা পাননি। কারও কাছে এরকম কোনও ফুটেজ পাওয়া গেলে পুলিশকে (Police) দেওয়ার প্রস্তাবও দেন তিনি। একই সঙ্গে অভয়া মায়ের উপর আঘাত দুঃখজনক বলে মন্তব্য করেন জয়েন্ট সিপি (সদর)। ছিলেন গোয়েন্দাপ্রধান রূপেশ কুমার এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়।

মৃতার বাবার অভিযোগ ছিল, ৯ অগাস্ট নবান্ন অভিযানের দিন বেলা ২টো নাগাদ কিড স্ট্রিট ও জওহরলাল নেহরু রোড ক্রসিংয়ের কাছে কয়েক জন পুলিশকর্মী তাঁর স্ত্রীর হাত টেনে ধরেন। ফলে অভয়ার মায়ের হাতের শাঁখা ভেঙে যায় বলে অভিযোগ তাঁর। এর পরেই পুলিশ মৃতার মায়ের মাথায় ও পিঠে লাঠি দিয়ে আঘাত করে বলে অভিযোগ করেন অভয়ার বাবা।

এদিন সাংবাদিক বৈঠকে মিরাজ খালিদ জানান, অভয়ার মা কীসে তিনি আঘাত পেয়েছিলেন তার কোনও প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। ওই ঘটনার ছবি বা ফুটেজ তাঁদের কাছে নেই। সাংবাদিক-সহ সকলের কাছে তাঁদের আবেদন, থাকলে দিন। তিনি মিরাজ জানান, নবান্ন অভিযানের অনুমতি নেওয়া হয়নি। সমাজমাধ্যম থেকে পুলিশ (Police) জানতে পারে। হাইকোর্টের নির্দেশে  সভা করার বিকল্প জায়গা নির্দিষ্ট করেছিল পুলিশ। আচমকা রুট বদল করা হয়। রানি রাসমণি ছেড়ে চলে যায় অন্যদিকে। মৃত পড়ুয়ার মা আহত হওয়ার ঘটনা দুঃখজনক। বাবার অভিযোগ নিউ মার্কেট থানা নিয়েছে। তবে ট্রাফিক পুলিশের ক্যামেরা দিয়েও দেখা যায়নি মাকে মারা হচ্ছে।

একই সঙ্গে পুলিশ আধিকারিকরা জানান, মিছিলে দেখা গিয়েছে ডিসি এসএসডির গার্ডকে রাস্তায় ফেলে মারা হচ্ছে। ৫ জন পুলিশকর্মী আহত হন। ৬ জনকে তলব করা হয়েছে।

spot_img

Related articles

এসএসকেএমে নাবালিকার ‘শ্লীলতাহানি’র ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের

কলকাতা তথা রাজ্যের গর্ব এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসক পরিচয় দিয়ে নাবালিকা রোগীকে 'শ্লীলতাহানি'র (Minor girl Assault case)...

সর্দারজির পর পুলিশ-বাইকার! বিজ্ঞাপণের চরিত্রে সুপারহিট সৌরভ

আবার দাদাগিরি মহারাজের। নিত্য নতুন লুকে চমক দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। কয়েকদিন আগে সর্দারজির লুকে দেখা গিয়েছিল...

রাজধানীতে আইইডি বিস্ফোরণের ছক বানচাল, গ্রেফতার ২ আইসিস জঙ্গি!

দিল্লিতে (Delhi) ফিদাঁয়ে হামলার ছক পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর! পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ (Delhi Police)। শুক্রবার সকালে আইসিসের...

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট সরানোর নিয়ম সংশোধনের পথে কেন্দ্র 

ইউটিউব (YT) হোক বা ফেসবুক (Facebook), এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট সরানোর নিয়মে বড় বদল আসতে চলেছে।...