Thursday, August 21, 2025

পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন। শরিকদের মধ্যে বোঝাপড়ার পাশাপাশি কংগ্রেসের জন্য আসন ছাড়ার বার্তা দিয়েই বৈঠকে বসছে বামফ্রন্ট। ১৯ অগাস্ট বৈঠক। তার আগে শুক্রবার থেকে সল্টলেকে শুরু হচ্ছে সিপিআইয়ের রাজ্যে সম্মেলন। দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কংগ্রেসকে ‘ওয়েলকাম’। তাদের সম্মানের সঙ্গেই দেখব।“ তবে, আসন বণ্টন নিয়ে পুনর্বিবেচনা হবে বলে জানান তিনি।

বামফ্রন্টের শরিকদের মধ্যে ১৯৭৭-এ আসন বোঝাপড়া ছিল তা থাকবে না। আগেই ফ্রন্টের বৈঠকে এই প্রস্তাব দেয় সিপিএম। সহমত হয় শরিকরা। সেই প্রসঙ্গ তুলেই CPI-র রাজ্যা সম্পাদকের বক্তব্য, ”আসনের পুনর্বণ্টন হওয়া দরকার। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যারা আসতে চায় তাদেরকেও কীভাবে জায়গা দেওয়া যায় সেটা আলোচনা হবে ফ্রন্টের বৈঠকে।”

এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, রাজ্যের ২৯৪ আসনেই প্রার্থী দেবেন তাঁরা। বলেন, “বাংলার মানুষ চায় কংগ্রেস নিজেদের প্রতীকে দাঁড়াবে। পরে পরিবর্তিত পরিস্থিতিতে হাই কমান্ডেরও নির্দেশ অনুযায়ী আমরা চলব।”

এই পরিস্থিতে শুক্রবার থেকে সল্টলেকে শুরু হচ্ছে সিপিআইয়ের রাজ্য” সম্মেলন। চলবে ১৭ তারিখ পর্যন্ত। করুণাময়ী মোড় থেকে বিডি হল পর্যন্ত মিছিলের পরে শুরু হবে সম্মেলন। থাকবেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর চণ্ডীগড়ে হবে সিপিআইয়ের পার্টি কংগ্রেস। কংগ্রেসকে আসন ছাড়ার মানসিকতা থাকলেও সিপিআই-এর মতে, চব্বিশের লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট সফল হয়নি কংগ্রেসের মধ্যে কোন্দলের জেরে হওয়ার মানসিকতার অভাব ছিল বলেই।

আরও পড়ুন- রাজ্যপালের সম্মতি! আইনে পরিণত হতে চলেছে সংখ্যালঘু কমিশন সংশোধনী বিল

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version