Friday, August 22, 2025

বলিউডের ঘুম ছুটিয়ে আছড়ে পড়ছে ‘ধূমকেতু’! রেকর্ড ফার্স্ট ডে টিকিট বিক্রি

Date:

সাম্প্রতিক সব রেকর্ড ভেঙে ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট বিক্রি ‘ধূমকেতু’র (Dhumketu)। বলিউডের মেগা মুভি ‘ওয়ার টু’-কে (War-2) এমনভাবে পিছনে ফেলে দিচ্ছে দেব-শুভশ্রী জুটি, তা এবার বোম্বে ইন্ডাস্ট্রির শিরোনামেও জায়গা করে নিল।

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। বাংলা সিনেমা তো বটেই, এবার বলিউডকেও জোর টক্কর এই সিনেমার। পরিসংখ্যান বলছে সাম্প্রতিক সময়ে যে কটি বাংলা চলচ্চিত্র সিনেমা হলে প্রথম দিনেই বিপুল দর্শক টেনেছে তাদের রেকর্ড ছাপিয়ে গিয়েছে ‘ধূমকেতু’। ২০২৪-এ দেবের ‘খাদান’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো-র (first day first show) টিকিট বিক্রি হয়েছিল ২৪,২০০। ২০২৩-এ ‘দশম অবতারে’র সংখ্যাটা ছিল ৩৫ হাজার। ২০২২-এ ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ বাজার করেছিল ৫০ হাজার। আর ‘ধূমকেতু’ বুধবারেই ফার্স্ট ডে ফার্স্ট শো পার করেছে ৫৫,১৬০। এখনও একদিন সুযোগ রয়েছে টিকিট কাটার।

এসব দেখে কার্যত ব্যোমকে গিয়েছে বলিউড। একই উইক এন্ডে মুক্তি পাচ্ছে ঋত্ত্বিক রোশন, জুনিয়র এনটিআর অভিনীত অ্যাকশন মুভি ‘ওয়ার-টু’। একদিকে ‘ওয়ার’-এর সাফল্য, অন্যদিকে ‘আরআরআর’-এর পরে এনটিআর জুনিয়রের জনপ্রিয়তা বৃদ্ধি। গোটা দেশে যেখানে ‘ওয়ার টু’ এখনই সাড়া ফেলে দিয়েছে, সেখানে বাংলায় মুক্তির আগেই পিছিয়ে পড়েছে ‘ওয়ার টু’ (War-2)। সৌজন্যে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ (Dhumketu)।

আরও পড়ুন: সকাল ৭টায় ‘ধূমকেতু’র প্রথম শো, ইতিহাস তৈরি করে বাংলায় ট্রেন্ড সেট দেবের!

উইক এন্ডে বাস্তবেই জমে উঠেছে বলিউড-টলিউড সিনে যুদ্ধ। যেখানে মুম্বই-এর মিডিয়াও আশ্চর্য। তারাও এগিয়ে রাখছে ‘ধূমকেতু’-কে। ১১ অগাস্ট ‘ওয়ার-টু’ এর টিকিটের অগ্রিম বুকিং হয়েছিল ৫০০০, যেখানে তখনও পর্যন্ত ‘ধূমকেতু’র টিকিট বিক্রির সংখ্যা পার করেছিল ১৮ হাজার।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version