Thursday, August 21, 2025

স্বাধীনতা দিবস ঘিরে রাজ্যে নজিরবিহীন নিরাপত্তা, রেড রোডে প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

পহেলগামের ঘটনার পর স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতার রেড রোডে রাজ্যের মূল অনুষ্ঠান সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে সাড়ে ১১টা পর্যন্ত। সেই সময় রেড রোডের আশপাশের এলাকা ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ মোড়, রেলস্টেশন, বিমানবন্দর, শপিং মল এবং সরকারি দফতরের সামনে মোতায়েন থাকবে অতিরিক্ত বাহিনী। গোয়েন্দা সংস্থা ও বোম ডিসপোজাল স্কোয়াডও সর্বক্ষণ সতর্ক থাকবে। তবে বাড়তি সতর্কতার মাঝেও অনুষ্ঠানের জৌলুসে কোনও কাটছাঁট নেই। এবারের কুচকাওয়াজে বিশেষভাবে তুলে ধরা হবে ভাষার ঐতিহ্য ও মর্যাদা। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল পড়ুয়ারা বাংলাসহ একাধিক আঞ্চলিক ভাষার অক্ষর লেখা স্লেট হাতে পদযাত্রায় অংশ নেবে। মনীষীদের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা হবে, কন্যাশ্রীরা প্রদর্শন করবে মার্শাল আর্ট। মঞ্চে আসবেন উত্তরবঙ্গ, জঙ্গলমহল, পাহাড়, চা-বাগান, কৃষক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য থেকে শুরু করে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকরাও।

প্রতি বছরের মতোই এ বছরও জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন ইউনিট কুচকাওয়াজে জাতীয় পতাকাকে অভিবাদন জানাবে। গান ও নাচের মাধ্যমে বাংলা ভাষার বার্তা ছড়িয়ে দেবে স্কুল পড়ুয়ারা। ট্যাবলো ও শোভাযাত্রায় লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডসহ একাধিক জনমুখী প্রকল্পের প্রচার দেখা যাবে। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য রাজ্যের বেশ কয়েকজন পুলিশ অফিসারকে মুখ্যমন্ত্রী সম্মানিত করবেন। থাকছে দুই বিভাগে পুরস্কার—‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’।

আরও পড়ুন- পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের মানোন্নয়নে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...