Sunday, January 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে রাজ্যে নজিরবিহীন নিরাপত্তা, রেড রোডে প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

পহেলগামের ঘটনার পর স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতার রেড রোডে রাজ্যের মূল অনুষ্ঠান সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে সাড়ে ১১টা পর্যন্ত। সেই সময় রেড রোডের আশপাশের এলাকা ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ মোড়, রেলস্টেশন, বিমানবন্দর, শপিং মল এবং সরকারি দফতরের সামনে মোতায়েন থাকবে অতিরিক্ত বাহিনী। গোয়েন্দা সংস্থা ও বোম ডিসপোজাল স্কোয়াডও সর্বক্ষণ সতর্ক থাকবে। তবে বাড়তি সতর্কতার মাঝেও অনুষ্ঠানের জৌলুসে কোনও কাটছাঁট নেই। এবারের কুচকাওয়াজে বিশেষভাবে তুলে ধরা হবে ভাষার ঐতিহ্য ও মর্যাদা। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল পড়ুয়ারা বাংলাসহ একাধিক আঞ্চলিক ভাষার অক্ষর লেখা স্লেট হাতে পদযাত্রায় অংশ নেবে। মনীষীদের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা হবে, কন্যাশ্রীরা প্রদর্শন করবে মার্শাল আর্ট। মঞ্চে আসবেন উত্তরবঙ্গ, জঙ্গলমহল, পাহাড়, চা-বাগান, কৃষক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য থেকে শুরু করে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকরাও।

প্রতি বছরের মতোই এ বছরও জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন ইউনিট কুচকাওয়াজে জাতীয় পতাকাকে অভিবাদন জানাবে। গান ও নাচের মাধ্যমে বাংলা ভাষার বার্তা ছড়িয়ে দেবে স্কুল পড়ুয়ারা। ট্যাবলো ও শোভাযাত্রায় লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডসহ একাধিক জনমুখী প্রকল্পের প্রচার দেখা যাবে। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য রাজ্যের বেশ কয়েকজন পুলিশ অফিসারকে মুখ্যমন্ত্রী সম্মানিত করবেন। থাকছে দুই বিভাগে পুরস্কার—‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’।

আরও পড়ুন- পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের মানোন্নয়নে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...