বাংলা সিনেমা নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে সারা বছর সব হলে প্রতিদিন প্রাইম টাইমে বাংলা ছবি চালানো হবে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মন্ত্রী অরূপ বিশ্বাস- ইন্দ্রনীল সেনদের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এই সিদ্ধান্তে আমি খুশি। এটা মননশীল পরিচালক- প্রযোজকদের উৎসাহিত করবে। তিনটে চারটে হাউস নিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলবে না, এখানে আরও অনেকে আছেন যারা ভালো ছবি বানাচ্ছেন যাতে বাংলার কৃষ্টি সর্বত্র ছড়িয়ে পড়ে। এরসকম ছবি হওয়ার প্রয়োজন আছে। সেক্ষেত্রে বাইরের প্রযোজকরা কাজ করার সাহস পাবে। আমি এই ঘটনা নিয়ে অনেকদিন ধরে লড়াই করছিলাম। যেহেতু আমি বিভিন্ন নতুন পরিচালকদের সঙ্গে কাজ করি তাই সমস্যায় পড়তে হয়। সম্প্রতি আমার দুটো ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’ আর ‘গুডবাই মাউন্টেন’ রিলিজের সময় আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে আমার ভালো লাগছে যে সকলে মিলে আজ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আরও আগে হলে ভালো হত। নিজেদের কাজ দর্শকের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেটা আমরা একা পালন করতে পারব না যদি না সরকার থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের এই ঘটনার ফলে আমি প্রয়োজকদের নির্ভয়ে সিনেমা তৈরির কথা বলতে পারব। যাতে তারাও নিশ্চিন্ত হয়ে কাজ করে রোজগার করতে পারে।’ সরকারের এই পদক্ষেপের ফলে আগামিতে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আশাবাদী জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
–
–
–
–
–
–
–
–
–