Wednesday, August 20, 2025

বাংলা সিনেমা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত প্রযোজক- পরিচালকদেরদের সাহস দেবে: ঋতুপর্ণা

Date:

বাংলা সিনেমা নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে সারা বছর সব হলে প্রতিদিন প্রাইম টাইমে বাংলা ছবি চালানো হবে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মন্ত্রী অরূপ বিশ্বাস- ইন্দ্রনীল সেনদের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এই সিদ্ধান্তে আমি খুশি। এটা মননশীল পরিচালক- প্রযোজকদের উৎসাহিত করবে। তিনটে চারটে হাউস নিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলবে না, এখানে আরও অনেকে আছেন যারা ভালো ছবি বানাচ্ছেন যাতে বাংলার কৃষ্টি সর্বত্র ছড়িয়ে পড়ে। এরসকম ছবি হওয়ার প্রয়োজন আছে। সেক্ষেত্রে বাইরের প্রযোজকরা কাজ করার সাহস পাবে। আমি এই ঘটনা নিয়ে অনেকদিন ধরে লড়াই করছিলাম। যেহেতু আমি বিভিন্ন নতুন পরিচালকদের সঙ্গে কাজ করি তাই সমস্যায় পড়তে হয়। সম্প্রতি আমার দুটো ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’ আর ‘গুডবাই মাউন্টেন’ রিলিজের সময় আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে আমার ভালো লাগছে যে সকলে মিলে আজ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আরও আগে হলে ভালো হত। নিজেদের কাজ দর্শকের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেটা আমরা একা পালন করতে পারব না যদি না সরকার থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের এই ঘটনার ফলে আমি প্রয়োজকদের নির্ভয়ে সিনেমা তৈরির কথা বলতে পারব। যাতে তারাও নিশ্চিন্ত হয়ে কাজ করে রোজগার করতে পারে।’ সরকারের এই পদক্ষেপের ফলে আগামিতে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আশাবাদী জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version