রাজ্যপালের সম্মতিতে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন সংশোধনী বিল এবার আইনে পরিণত হতে চলেছে। গত জুন মাসে বিধানসভায় পাস হওয়া এই সংশোধনী বিলটিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল—কমিশনে ভাইস-চেয়ারপার্সনের সংখ্যা এক জন থেকে বাড়িয়ে দু’জন করার ব্যবস্থা।
নতুন কাঠামো অনুযায়ী, কমিশনে থাকবেন এক জন চেয়ারপার্সন, দু’জন ভাইস-চেয়ারপার্সন এবং মোট ন’জন সদস্য। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, গত কয়েক বছরে কমিশনের কাজের পরিধি ও দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ ও সমস্যা সমাধান, উন্নয়নমূলক প্রকল্পের তত্ত্বাবধান, এবং আইনি সহায়তা প্রদানের মতো নানা কাজে কমিশনের ওপর চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে কার্যক্ষমতা বাড়াতে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও গতিশীল করতে অতিরিক্ত পদাধিকারী যুক্ত করার প্রয়োজন হয়েছিল।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতি পাওয়ায় সংশোধনী কার্যকর হতে চলেছে। প্রশাসনিক মহলের ধারণা, এই পরিবর্তনের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থরক্ষায় কমিশনের ভূমিকা আরও সুদৃঢ় হবে। সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন দুই ভাইস-চেয়ারপার্সনের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।
আরও পড়ুন- মিঠুন-কুণাল: একে অপরকে মানহানির নোটিশ, কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের
_
_
_
_
_
_
_