বালুচিস্তান বাহিনীকে সন্ত্রাসবাদী ঘোষণা ট্রাম্পের! পাল্টা ‘শান্তির দূতে’র মুখোশ খুললেন নেতা

Date:

Share post:

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফের একবার এশিয়ার গুরুত্বপূর্ণ এই দেশের উপর কর্তৃত্ব করা শুরু করল আমেরিকা। যার সরাসরি প্রভাব পড়া শুরু হল স্বাধীনতার আন্দোলন চালানো বালুচিস্তানে (Balochistan)। প্রদেশের মূল যোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী বলে ঘোষণা করে দিল আমেরিকা। পাল্টা পাকিস্তানের শোষণে নিজেদের দুরবস্থা তুলে ধরলেন বালুচিস্তান লিবারেশন আর্মির নেতা মীর ইয়ার বালোচ (Mir Yar Baloch)।

পাকিস্তান থেকে বিপুল পরিমাণ খনিজ সম্পদ সংগ্রহ করতে হবে। কিন্তু সেই সম্পদ রয়েছে বালুচিস্তানে। ফলে যে কোনও ভাবে বালুচিস্তানে চলতে থাকা স্বাধীনতার আন্দোলনকে স্তব্ধ করতে বদ্ধপরিকর আমেরিকা। বালুচিস্তানের উপর আঘাত হানার আগেই বালোচ লিবারেশন আর্মি-কে (BLA) বিচ্ছিন্নতাবাদী শক্তি বলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

দীর্ঘদিন ধরে পাকিস্তানের (Pakistan) থেকে স্বাধীনতার দাবি জানিয়ে আসা বালোচ লিবারেশন আর্মিও পাল্টা পাকিস্তানের অরাজকতার মুখোশ খুলে দিল। বাহিনীর প্রধান মীর ইয়ার বালোচ দাবি করেন, ৭৭ বছর ধরে রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের শিকার বালুচিস্তান। সেই সন্ত্রাসের মধ্যে যেমন অর্থনৈতিক শোষণ রয়েছে তেমনই তেজস্ক্রিয় বিকিরণে স্থানীয় নাগরিকদের অসুস্থতা এবং তা থেকে রাষ্ট্রের মুখ ফিরিয়ে নেওয়ার দাবিও করেন মীর।

বরাবর পাকিস্তানকে অর্থের জোরে নিজেদের দলে টেনে রাখা আমেরিকার ইতিহাসেই লেখা। একসময় এই পাকিস্তানেই ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়ে গোটা বিশ্বে সন্ত্রাসবাদের বীজ বুনেছিল আমেরিকা। বিএলএ (BLA) বাহিনীর তরফ থেকেও পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের উদাহরণ হিসাবে ওসামা বিন লাদেনের সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরা হয়। তবে শুল্কযুদ্ধ চলাকালীন পাকিস্তানকে হাতিয়ার করে ফের একবার বালোচিস্তানের নাগরিকদের স্বাধীনতা খর্ব করার পথে আমেরিকা।

আরও পড়ুন: বিধ্বস্ত পাকিস্তান, বালোচ লিবারেশন আর্মির হামলায় ১২ পাক সৈনিকের মৃত্যু!

মীর ইয়ার বালোচ পাকিস্তানের সন্ত্রাসবাদের উদাহরণ দিতে বাংলাদেশের উপর শোষণের ইতিহাস থেকে লাদেনের মতো সন্ত্রাসবাদীকে আশ্রয়ের প্রসঙ্গ তোলেন। কার্যত বিএলএ নেতার প্রশ্নের কোনও উত্তর নেই ট্রাম্পের কাছে। ট্রাম্প যে গোটা বিশ্বের নিজেকে শান্তির দূত ও নোবেল শান্তির দাবিদার হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন, তা কতটা ভনিতা, স্পষ্ট করে দিলেন বালোচ নেতা। ট্রাম্প সমর্থন করছেন সেই দেশকে যারা কয়েক দশক ধরেই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, চোখে আঙুল দিয়ে দেখালে মীর ইয়ার বালোচ।

spot_img

Related articles

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav)...

দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

দুর্গাপুর মেডিক্যাল(Durgapur medical) পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে নির্যাতিতার আইনজীবী এবার বিস্ফোরক দাবি করলেন। তিনি জানান, ‘ধর্ষণের ঘটনা পূর্ব...

চিকিৎসক পরিচয় দিয়ে SSKM-এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, জালে অভিযুক্ত

হাসপাতালে (Hospital) নাবালিকা (Minor Girl) রোগিণীকে চিকিৎসক পরিচয় দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ (Police)...

যৌথ এনকাউন্টারে দিল্লিতে খতম বিহারের মোস্ট ওয়ান্টেড ৪ দুষ্কৃতী, আহত ৩ পুলিশকর্মী

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) আগে অপরাধের ছক বানচাল। দিল্লি ও বিহার পুলিশের যৌথ উদ্যোগে দিল্লির (Delhi)...