Sunday, November 2, 2025

বালুচিস্তান বাহিনীকে সন্ত্রাসবাদী ঘোষণা ট্রাম্পের! পাল্টা ‘শান্তির দূতে’র মুখোশ খুললেন নেতা

Date:

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফের একবার এশিয়ার গুরুত্বপূর্ণ এই দেশের উপর কর্তৃত্ব করা শুরু করল আমেরিকা। যার সরাসরি প্রভাব পড়া শুরু হল স্বাধীনতার আন্দোলন চালানো বালুচিস্তানে (Balochistan)। প্রদেশের মূল যোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী বলে ঘোষণা করে দিল আমেরিকা। পাল্টা পাকিস্তানের শোষণে নিজেদের দুরবস্থা তুলে ধরলেন বালুচিস্তান লিবারেশন আর্মির নেতা মীর ইয়ার বালোচ (Mir Yar Baloch)।

পাকিস্তান থেকে বিপুল পরিমাণ খনিজ সম্পদ সংগ্রহ করতে হবে। কিন্তু সেই সম্পদ রয়েছে বালুচিস্তানে। ফলে যে কোনও ভাবে বালুচিস্তানে চলতে থাকা স্বাধীনতার আন্দোলনকে স্তব্ধ করতে বদ্ধপরিকর আমেরিকা। বালুচিস্তানের উপর আঘাত হানার আগেই বালোচ লিবারেশন আর্মি-কে (BLA) বিচ্ছিন্নতাবাদী শক্তি বলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

দীর্ঘদিন ধরে পাকিস্তানের (Pakistan) থেকে স্বাধীনতার দাবি জানিয়ে আসা বালোচ লিবারেশন আর্মিও পাল্টা পাকিস্তানের অরাজকতার মুখোশ খুলে দিল। বাহিনীর প্রধান মীর ইয়ার বালোচ দাবি করেন, ৭৭ বছর ধরে রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের শিকার বালুচিস্তান। সেই সন্ত্রাসের মধ্যে যেমন অর্থনৈতিক শোষণ রয়েছে তেমনই তেজস্ক্রিয় বিকিরণে স্থানীয় নাগরিকদের অসুস্থতা এবং তা থেকে রাষ্ট্রের মুখ ফিরিয়ে নেওয়ার দাবিও করেন মীর।

বরাবর পাকিস্তানকে অর্থের জোরে নিজেদের দলে টেনে রাখা আমেরিকার ইতিহাসেই লেখা। একসময় এই পাকিস্তানেই ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়ে গোটা বিশ্বে সন্ত্রাসবাদের বীজ বুনেছিল আমেরিকা। বিএলএ (BLA) বাহিনীর তরফ থেকেও পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের উদাহরণ হিসাবে ওসামা বিন লাদেনের সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরা হয়। তবে শুল্কযুদ্ধ চলাকালীন পাকিস্তানকে হাতিয়ার করে ফের একবার বালোচিস্তানের নাগরিকদের স্বাধীনতা খর্ব করার পথে আমেরিকা।

আরও পড়ুন: বিধ্বস্ত পাকিস্তান, বালোচ লিবারেশন আর্মির হামলায় ১২ পাক সৈনিকের মৃত্যু!

মীর ইয়ার বালোচ পাকিস্তানের সন্ত্রাসবাদের উদাহরণ দিতে বাংলাদেশের উপর শোষণের ইতিহাস থেকে লাদেনের মতো সন্ত্রাসবাদীকে আশ্রয়ের প্রসঙ্গ তোলেন। কার্যত বিএলএ নেতার প্রশ্নের কোনও উত্তর নেই ট্রাম্পের কাছে। ট্রাম্প যে গোটা বিশ্বের নিজেকে শান্তির দূত ও নোবেল শান্তির দাবিদার হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন, তা কতটা ভনিতা, স্পষ্ট করে দিলেন বালোচ নেতা। ট্রাম্প সমর্থন করছেন সেই দেশকে যারা কয়েক দশক ধরেই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, চোখে আঙুল দিয়ে দেখালে মীর ইয়ার বালোচ।

Related articles

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...
Exit mobile version