নিজের দেশেই বিপর্যস্ত পাকিস্তান। বারবার দেশের ভিতরে পাক অপশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্বাধীনতার দাবিতে অনড় বালুচিস্তান (Balochistan)। এবার রেললাইনে বিস্ফোরণ বালোচ জঙ্গিদের। ঘটনায় লাইনচ্যুত ট্রেন। তবে হতাহতের কোনও খবর নেই।
পাকিস্তানের সিন্ধ প্রদেশের জেকোবাবাদে (Jacobabad) বুধবার রেললাইনে বিস্ফোরণের জেরে চাঞ্চল্য। বিস্ফোরণের জেরে পেশোয়ার থেকে কোয়েটাগামী জাফর এক্সপ্রেসটি (Jaffar Express) লাইনচ্যুত হয়ে যায়। রেললাইনের একটি অংশ উড়ে যায়। মাটিতে প্রায় ৬ ফুট গভীর গর্ত হয়ে যায়। তবে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়া ছাড়া বড় কোনও ক্ষতি হয়নি।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, রেললাইনে আইইডি বিস্ফোরক (IED blast) রাখা হয়েছিল। স্থানীয় সূত্রে দাবি, এই ট্রেনটি সেই ট্রেন যেটি কয়েক মাস আগে অপহরণ করেছিল বালোচ জঙ্গিরা। ঘটনার পর দায় স্বীকার করে বিবৃতি পেশ করেছে বালোচ রিপাবলিকান গার্ড (Baloch Republican Guard)। মার্চ মাসে জাফর এক্সপ্রেসকেই (Jaffar Express) হাইজ্যাক করেছিল বালোচ জঙ্গিরা।
–
–
–
–
–
–
–
–
–
–
–