Sunday, November 9, 2025

এসপি বাংলোর কাছে গণধর্ষণ! যোগীরাজ্যে মূক-বধির যুবতীর করুণ পরিণতি

Date:

সাধারণ নাগরিক থেকে মহিলাদের নিরাপত্তার তলানির দিকে যাওয়া ছবি যোগীরাজ্যে নতুন নয়। রাজ্যের পুলিশি ব্যবস্থা এখন এতটাই দুর্বল যে পুলিশ সুপারের বাসস্থানের চৌহদ্দিতে হওয়া ধর্ষণও টের পায় না পুলিশ প্রশাসন।

এবার উত্তর প্রদেশের (Uttarpradesh) বলরামপুরে (Balrampur) ২১ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পুলিশ। একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে নির্জন রাস্তায় নিজের প্রাণ বাঁচাতে দৌড়োচ্ছেন ওই তরুণী। কিন্তু কিছু বাইক আরোহী তাঁকে ধাওয়া করছে। অন্তত চারটি বাইককে তাঁকে ধাওয়া করতে দেখা যায়। আর এই গোটা ঘটনাই বলরামপুর পুলিশ সুপারের (SP, Balrampur) বাংলোর কাছে ঘটে।

সোমবার তরুণী তাঁর মামার বাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে এক বাইক আরোহী তাঁকে সেখানে থামিয়ে জোর করে বাইকে বসিয়ে নেন। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিশাল পান্ডে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তরুণীকে তারপর একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং যেখানে তাঁকে গণধর্ষণ (gang rape) করা হয়। পুলিশ দুই অভিযুক্ত – অঙ্কুর ভার্মা এবং হর্ষিত পান্ডেকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: ভারত-ভুটান জল কমিশন গড়বে না কেন্দ্র! ঋতব্রতর প্রশ্নের উত্তরে স্পষ্ট

প্রসঙ্গত, পুলিশ সুপারের (SP, Balrampur) বাসভবনে লাগানো সিসিটিভি ফুটেজে (CCTV footage) দেখা গিয়েছে, তরুণী একটি নির্জন রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছেন। কিছু পুরুষ তিন থেকে চারটি বাইকে করে তাঁকে ধাওয়া করছে। এদিন নির্ধারিত সময়ের পরেও যখন তরুণী মামাবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসেননি তখন তাঁর পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করে। অবশেষে তাঁকে একটি পুলিশ ফাঁড়ির কাছে ঝোপের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর পোশাক ছিল একেবারেই ছিন্নভিন্ন অবস্থায়। জ্ঞান ফিরতেই তরুণী অভিযোগ করেন যে তাঁকে বাইক আরোহীরা গণধর্ষণ করেছে। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে গেলে তারা পাল্টা পুলিশের উপর চড়াও হয়। শেষ পর্যন্ত গুলির লড়াইয়ের পরে গ্রেফতার হয় দুই দুষ্কৃতী।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version