জুনিয়র কুস্তিগীর সাগর ধনকড়কে খুনের অভিযোগে প্রায় সাড়ে তিন বছর ধরে জেলবন্দি থাকার পর ছাড়া পেয়েও ফের আত্মসমর্পণ করতে হবে অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারকে। বুধবার তাঁর জামিন বাতিল করে আগামী ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
বছর চারেক আগে ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগরকে মারধর করে খুনের অভিযোগ ওঠে সুশীলের বিরুদ্ধে। দ্রুত সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। খুনের পর থেকেই পলাতক ছিলেন ভারতের ইতিহাসে অন্যতম সফল ক্রীড়াবিদ। তবে বেশিদিন লুকিয়ে থাকতে পারেননি। গ্রেফতারির পর পুলিশি জেরায় অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগীর এই ঘটনার কথা স্বীকার করে নেন। যদিও তাঁর কথা অনুসারে খুন করা নয় বরং মারধর করতেই গেছিলেন তিনি। অন্যান্য অভিযুক্তরাও এই একই কথা বলেন। ২০২২ সালের অক্টোবর মাসে খুনের মামলায় চার্জ গঠন হয় সুশীলসহ ১৭ বিরুদ্ধে। এরপর সাড়ে তিন বছর জেল খাটার পর গত মার্চে দিল্লি হাই কোর্ট থেকে ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে তিনি জামিন পান। তবে এদিন সেই নির্দেশ বাতিল করে ক্রীড়াবিদকে আত্মসমর্পণের নির্দেশ দিল শীর্ষ আদালত।
–
–
–
–
–
–
–
–