Saturday, January 31, 2026

ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার নেই: প্রমাণ তুলে বিজেপির মিথ্যাচারের পর্দা ফাঁস অভিষেকের

Date:

Share post:

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
ডায়মন্ড হারবারে কোনও ভুয়ো ভোটার নেই। বিজেপি (BJP) সাংসদ অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) অভিযোগের জবাবে তথ্যপ্রমাণ তুলে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলাপচারিতায় অভিষেক জানান, যে বিজেপি সাংসদ ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রে ভুয়ো ভোটারের অভিযোগ করেছেন, তাঁর দিল্লির বাড়িতে এদিনই সব নথি ও ভিডিও পাঠিয়ে দিয়েছেন।

এদিন সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলাপচারিতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  জানান, ”বিজেপির অভিযোগ ছিল আমার কেন্দ্রের একটি বাড়িতে ৫০জন ভোটার আছে, এরা সবাই ভুয়ো৷ আসলে এদের নাকি কোনও অস্তিত্ব নেই৷ এই অভিযোগ পুরোপুরি অসত্য৷ আমি ওই বাড়ির সদস্য ৪৭ জনের মধ্যে ৪১ জন উপস্থিত সদস্যের ভিডিও করেছি সব নথি ও প্রমাণপত্র সহ। ১ জনের মৃত্যু হয়েছে, ১ জন ওড়িশায় থাকেন, ৩ জনের বিয়ে হয়ে গেছে, ১ জন কাজের জন্য বাইরে আছেন৷ এই ৪১ জনের করা ভিডিও আমি বিজেপি নেতাদের বাড়িতে পাঠিয়ে দেব৷ যিনি অভিযোগ করেছেন, সেই বিজেপি সাংসদকেও পাঠাব৷” এদিনই সব নথি অনুরাগ ঠাকুরকে সব নথি ও ভিডিও পাঠিয়ে দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)৷

এর পরেই বিজেপিকে নিশানা করে অভিষেকের তোপ, আসলে বিজেপি নিজেরাই বড় ফাঁদে পড়ে গিয়েছে। ওরা এখন মারাত্মক চাপে। বাংলায় ভোটার তালিকায় থাকা একজনেরও নাম বাদ দেওয়া হলে আমাদের রাজ্যের মানুষ নিজেরাই পথে নামবেন, কোনওভাবেই তাঁরা বিজেপির ষড়যন্ত্র পূরণ করতে দেবেন না। ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত রুখে দেবে বাংলার মানুষ। এই সব নোংরা ষড়যন্ত্র করে বিজেপি ২০২৬-র রাজ্য বিধানসভা নির্বাচনে জয় পাবে না- সেকথাও স্পষ্ট করে দেন অভিষেক৷ এই প্রসঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, ”আমি আগেই বলেছি বিজেপি বাংলার বিধানসভা ভোটে কল্কে পাবে না৷ ৫০ আসন পার করবে না গেরুয়া শিবির”৷

spot_img

Related articles

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...

ফাইনালে ধরাশায়ী সাবালেঙ্কা, বদলার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন রায়বাকিনা

বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian...

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের

মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra...