Monday, November 3, 2025

SIR-এ বাদ যাওয়া ভোটারদের নাম প্রকাশের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত, বিরাট জয়: মন্তব্য দেবাংশুর

Date:

Share post:

বিহারের ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়ার ঘটনা নিয়ে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। মঙ্গলবারের মধ্যে দিল সমস্ত বাদ পড়া নাম ও বাদ দেওয়ার কারণ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কমিশনকে স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন (SIR) সম্পর্কিত মামলার শুনানি ছিল। কয়েকদিন ধরেই বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি চলছে। পরবর্তী শুনানি ২২ অগাস্ট।

বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, নাগরিকদের নিজস্ব সাংবিধানিক অধিকার রয়েছে। যে কোনও সমস্যার জন্য সব সময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের পিছনে দৌড়তে হবে কেন? যদি ২২ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন, তা হলে বুথ পর্যায়ে সেটা কেন প্রকাশ করা হচ্ছে না? যদি এই পরিসংখ্যান জনসমক্ষে আসে, তাহলেই তো বিতর্কের অবসান হয়। বিচারপতি বাগচী এই বিষয়ে বলেন, স্বতঃপ্রণোদিত ভাবে তালিকা থেকে নাম মুছে ফেলার কোনও অনুমোদন নেই। কেন নাম বাদ গিয়েছে সেটা জানার মৌলিক অধিকার নাগরিকদের আছে। এর জন্য সর্বাধিক প্রচার প্রয়োজন এবং গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা চাই। জেলা নির্বাচনী আধিকারিকের সমাজমাধ্যমে অ্যাকাউন্ট থাকলে সেখানেও বিজ্ঞপ্তিটি পোস্ট করতে হবে। নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক। যদি বিএলও দফতরের সামনে নামের তালিকা ঝোলানো হয় তবে সেটা ওয়েবসাইটে নয় কেন? যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ওয়েবসাইটে সেসব প্রকাশ করতে হবে।

বিহারের ভোটার তালিকার ‘স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার ভিত্তিতে এই মামলাটি ছিল। আদালত জানায়, অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে নির্বাচন কমিশনকে জেলার ওয়েবসাইটে একটি তালিকা প্রকাশ করতে হবে যেখানে খসড়া তালিকায় না থাকা ৬৫ লক্ষ ভোটারের নাম থাকবে। প্রত্যেকের নাম বাদ দেওয়ার কারণও উল্লেখ করা বাধ্যতামূলক। শীর্ষ আদালতের স্পষ্ট অবস্থান ভোটাধিকার মৌলিক নাগরিক অধিকার, সেটা যেন কোনমতেই অস্বচ্ছ প্রক্রিয়ার জন্য ক্ষতিগ্রস্ত না হয়।

এই শুনানির পরেই তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন,
”বিরাট জয়!!
সুপ্রিম কোর্টের নির্দেশ, আধার কার্ডকেও গ্রহণ করতে হবে SIR-এ..
দেশের বিরোধীরা আরো একবার গণতন্ত্রকে বাঁচিয়ে দিলো মোদী অমিত শাহের জুটির হাত থেকে। বাঁচিয়ে দিল সাধারণ মানুষের মাটি আর মাতৃভূমির প্রতি অধিকারকে। নতমস্ত প্রণাম জানাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
দুঃস্বপ্নে আতঙ্কে, রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা…”

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...