জয়িতা মৌলিক
বুনোহাঁস থেকে চ্যাম্প, ককপিট, কিডন্যাপ, গোলন্দাজ, বাঘযতীন হয়ে ধূমকেতু। সারণিটা রিলিজ অনুযায়ী। এর মধ্যে আরও অনেক ছবি করেছেন দেব। সেইসব ছবি বক্স অফিসে সফল। তবে এই ছবিগুলি তাঁর অভিনয়ের এক একটা মাইলস্টোন। সেই তালিকাতেই জায়গা করে নিল ধূমকেতু (Dhumketu)। দেব ভক্তদের ১০ বছরের অপেক্ষা স্বার্থক হল ভানু সিংহকে দেখে।
ভানু সিংহ- রবীন্দ্রনাথের ছন্দনাম। সেই নামে তিনি লেখেন ভানু সিংহের পদাবলী। সেখানে রাধা ও কৃষ্ণের প্রেমের কাহিনী বর্ণিত। সেই প্রেমের মিলন হয়নি। পর্দার ভানু আর রূপার দুর্বার প্রেম। সেই প্রেম মেলাতে গিয়ে একটা পা খোঁড়া হল সুহৃদ যোগেশ। কিন্তু শেষ পর্যন্ত মিলল তাঁরা? না, ছবির গল্প বলতে বারণ করেছেন দেব (Dev)। স্যোশাল মিডিয়ায় দর্শকদের তাঁর বার্তা, “দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোনও রকমের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। সিনেমা দেখার আগ্রহকে বাঁচিয়ে রাখুন।“
ছবির প্রেক্ষাপট ২০১৫। কিন্তু দেবের কথায়, সেটা এখনও প্রাসঙ্গিক। ১০ বছর ধরে এই ছবি মুক্তি নিয়ে নানা টানাপোড়েন ছিল। তবে, সহপ্রযোজক দেব এই ছবি মুক্তি করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। আর ছবি রিলিজের আগে থেকেই ছিল চূড়ান্ত হাইপ। সেই দেব-ঝড় আছড়ে পড়েছিল হলে। সকাল সাতটায় শহর কলকাতার ফার্স্ট ডে ফার্স্ট শো শেষে ব্রেকিং নিউজ দেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) নিজেই। মধ্যরাত থেকে বৃহস্পতি দুপুর পর্যন্ত রাজ্যজুড়ে দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটির অসমাপ্ত প্রেমের গল্পের ছবির অনেকগুলি প্রদর্শন হয়ে গিয়েছে। থার্ড শো শেষ হওয়ার মুখে স্যোশাল মিডিয়া লাইভে আসেন দেব-সহ টিম ধূমকেতু। দেব বলেন, ”প্রথম যখন এই ছবির প্রচার শুরু করেছিলাম, তখন মনে হয়েছিল, কোথা থেকে শুরু করব? ১০ বছর পরেও যে একটা ছবি কতটা প্রাসঙ্গিক, সেটা দর্শককে কী করে বোঝাব সেটাই ভাবছিলাম। কিন্তু দেখলাম, দর্শকের অপেক্ষা আর উত্তেজনা এতটুকুও কমেনি। গত ১০ বছর ধরে একটা প্রশ্ন আমাদের পিছন পিছন ঘুরেছে যে, কবে ধূমকেতু মুক্তি পাবে? আর এই প্রশ্নটা আমাদের কেউ করবে না। এবার দর্শকদের দায়িত্ব ছবিটাকে সাফল্যের মুখ দেখানোর।” প্রথম দিনই সিনেমাটাকে এতটা ভালবাসা দেওয়ার জন্য প্রত্যেকেই দর্শককে ধন্যবাদ জানিয়েছেন।
দেব ঝড়ে যখন কাবু বাংলা তখনই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জানালেন, ‘ধূমকেতু ২’ আসবে। সেই সূত্র অবশ্য ছিল ধূমকেতুর (Dhumketu) শেষে। কৌশিক বলেন, তা না হলে অসমাপ্ত লিখলাম কেন?
তাহলে কী আবার পর্দায় ফিরছে DeSu জুটি? পর্দায় প্রেমের যে ছবি তাঁরা একেছে, সেটা আবার ফিরে আসার অপেক্ষা শুরু। এটাই দেব-ক্যারিশমা। ১০ বছর অপেক্ষা করানোর কয়েক ঘণ্টার মধ্যে তিনি আবার অপেক্ষার খিদে জাগিয়ে দিতে পারেন।
–
–
–
–
–