Wednesday, August 20, 2025

সাড়ে ৭ লক্ষে জয়ী বলেই অভিষেককে নিশানা! অনুরাগকে তুলোধনা কুণালের

Date:

ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে হিংসায় এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন অনুরাগ ঠাকুর। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা ঠিকানা সংক্রান্ত প্রক্রিয়া নিয়েই তিনি অজ্ঞ। আসলে কোনও হোমওয়ার্ক না করেই এসব দাবি করছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গত চার বছরে ডায়মন্ড হারবার কেন্দ্রের ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ভোটার তালিকা অনুযায়ী, নকল ভোটারের সংখ্যা ৩ হাজার ৬১৩ এবং ভুয়ো ঠিকানায় নাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৩৬৫ জনের। অনুরাগের এই ভিত্তিহীন দাবি উড়িয়ে কুণাল বলেন, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত তথ্য-পরিসংখ্যান ই-মেইলে পাঠিয়ে দিয়েছেন। যাঁদের নিয়ে এত কথা বলছেন, তাঁদের সামনে এসে কথা বলুন। দূর থেকে ভুলভাল অভিযোগ করে কোনও লাভ নেই।

অভিষেকের জনপ্রিয়তা ও বক্তৃতার দক্ষতাকে কুণাল তুলনা করেন রাষ্ট্রনায়কসুলভ ভাষণের সঙ্গে। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও ভালো ভাষণ দেন অভিষেক, আর সেই ঈর্ষা থেকেই বিজেপি সাংসদরা তাঁকে আক্রমণ করছেন। সাড়ে সাত লক্ষ ভোটে জয়—সেই ধাক্কা বিজেপি এখনো সামলাতে পারছে না, মন্তব্য কুণালের।

তৃণমূলের দাবি, মহারাষ্ট্র ও দিল্লিতেও কৃত্রিমভাবে ভোটার সংখ্যা বাড়িয়ে বিজেপি জিতেছে। অভিষেক ইতিমধ্যেই প্রস্তাব করেছেন, চলতি লোকসভা ভেঙে দিয়ে কমিশন যেন এসআইআর করায়। তাঁর বক্তব্য, “যদি ২০২৪ সালের ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হয়, তবে সব সাংসদই সেই ভোটে জিতেছেন। আমিও ইস্তফা দিতে রাজি।

আরও পড়ুন – SIR-এ বাদ যাওয়া ভোটারদের নাম প্রকাশের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত, বিরাট জয়: মন্তব্য দেবাংশুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version