Friday, December 5, 2025

সিঙ্গুরের নার্সের ময়নাতদন্ত ঘিরে ধুন্ধুমার, দেহ হাইজ্যাকের চেষ্টা বিজেপি-সিপিএমের

Date:

Share post:

সিঙ্গুরের নার্সিংহোমের নার্সের রহস্যমৃত্যু নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে কলকাতা মেডিক্যাল কলেজের সামনে ধুন্ধুমার। মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে বিজেপি-সিপিএম (BJP-CPIM)। দেহ হাইজ্যাক করতে দুদলের কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল গোলমাল। কার দখলে থাকবে দেহ- তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। ঘটনাস্থলেই গাড়ির মধ্যে কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে রয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। এদিকে নার্স দীপালি জানার মৃত্যুতে তাঁর প্রেমিক ও হাসপাতালের মালিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

ঘোলা জলে মাছ ধরতে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ রাম-বামের (BJP-CPIM) বিরুদ্ধে বারবার তুলেছে রাজ্যের শাসকদল। মৃতদেহ দখল করার চেষ্টা সাম্প্রতিক অতীতে অভয়ার বেলাতেও করেছিল তারা। এবার হুগলির নার্স দীপালি জানা। সিঙ্গুরের (Singur) নার্সিংহোমে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরে দেহ নিয়ে যাওয়া হয় শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল কিন্তু সেখানে ময়নাতদন্ত না করে দেহ কলকাতার মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয়। দেহ সেখানে পৌঁছতেই বিজেপি ও সিপিএম সমর্থকরা উপস্থিত হন। দু পক্ষের মধ্যে মৃতদেহ দখল নিয়ে ন্যাক্কারজনক ধস্তাধস্তি শুরু হয়। দুপক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

মৃতার বাবার অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে আসতে বলা হয়। কারণ জানতে চাইলে বলা হয়, দীপালি গলায় দড়ি দিয়েছেন। খবর পেয়েই তাঁরা নার্সিহোমে পৌঁছোন। কিন্তু সেখানে মেয়েকে দেখতে পাননি। বলা হয় পুলিশ দেহ নিয়ে গিয়েছে। আত্মহত্যার কথা বললেও দীপালিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। ঘটনার তদন্তে নেমে নার্সিংহোমের মালিক এবং মৃতার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

spot_img

Related articles

SIR-র সময় বাড়াতে চায় কমিশন: উল্টো সুর রাজ্যের CEO-র!

রাজ্যে একের পর এক বিএলও মৃত্যু ও অসুস্থতার পরে বাংলার বিএলও-রা লাগাতার আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের...

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...