সিঙ্গুরের নার্সিংহোমের নার্সের রহস্যমৃত্যু নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে কলকাতা মেডিক্যাল কলেজের সামনে ধুন্ধুমার। মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে বিজেপি-সিপিএম (BJP-CPIM)। দেহ হাইজ্যাক করতে দুদলের কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল গোলমাল। কার দখলে থাকবে দেহ- তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। ঘটনাস্থলেই গাড়ির মধ্যে কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে রয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। এদিকে নার্স দীপালি জানার মৃত্যুতে তাঁর প্রেমিক ও হাসপাতালের মালিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

ঘোলা জলে মাছ ধরতে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ রাম-বামের (BJP-CPIM) বিরুদ্ধে বারবার তুলেছে রাজ্যের শাসকদল। মৃতদেহ দখল করার চেষ্টা সাম্প্রতিক অতীতে অভয়ার বেলাতেও করেছিল তারা। এবার হুগলির নার্স দীপালি জানা। সিঙ্গুরের (Singur) নার্সিংহোমে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরে দেহ নিয়ে যাওয়া হয় শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল কিন্তু সেখানে ময়নাতদন্ত না করে দেহ কলকাতার মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয়। দেহ সেখানে পৌঁছতেই বিজেপি ও সিপিএম সমর্থকরা উপস্থিত হন। দু পক্ষের মধ্যে মৃতদেহ দখল নিয়ে ন্যাক্কারজনক ধস্তাধস্তি শুরু হয়। দুপক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

মৃতার বাবার অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে আসতে বলা হয়। কারণ জানতে চাইলে বলা হয়, দীপালি গলায় দড়ি দিয়েছেন। খবর পেয়েই তাঁরা নার্সিহোমে পৌঁছোন। কিন্তু সেখানে মেয়েকে দেখতে পাননি। বলা হয় পুলিশ দেহ নিয়ে গিয়েছে। আত্মহত্যার কথা বললেও দীপালিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। ঘটনার তদন্তে নেমে নার্সিংহোমের মালিক এবং মৃতার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

–

–

–

–

–

–

–
