কলকাতা মেট্রো রেলে আরও একবার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। পার্কস্ট্রিট ও ধর্মতলা মেট্রো টানেলের (Park Street Esplanade Metro Tunnel) মাঝে মৃতদেহ উদ্ধার। কীভাবে মেট্রোর সুড়ঙ্গে ঢুকলেন যুবক?নিরাপত্তারক্ষীরা কী করছিলেন? এত নিরাপত্তা সত্ত্বেও যুবক কীভাবে সুড়ঙ্গে নামলেন?
মেট্রোর নানা সমস্যায় নাজেহাল নিত্যযাত্রীরা। প্রতিদিন তাঁর কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যায় মেট্রো। নিয়ম অনুযায়ী লাইন পরীক্ষা করছিলেন আধিকারিকরা। রাত ২ টো ১৫ মিনিট নাগাদ পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে সুড়ঙ্গের ভিতরে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আধিকারিকরা। খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। রাতেই দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ মৃত যুবকের পরিচয় জানতে পারেনি। তবে তাঁর বয়স ৩০-৪০ বছরের মধ্যেই জানিয়েছে।
–
–
–
–
–
–
–
–
–