Wednesday, August 20, 2025

‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার লঞ্চ নিয়ে বিবেকের মিথ্যাচার, ধুইয়ে দিলেন দেবাংশু 

Date:

‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে লাগাতার মিথ্যাচার পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)। সিনেমার মাধ্যমে বিজেপির হয়ে রাজনৈতিক প্রচারকারী পরিচালক এবার তাঁর নতুন ছবির ট্রেলার লঞ্চে ‘বাধা’ দেওয়ার ভুয়ো অভিযোগ তুললেন বাংলার সরকারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ বঙ্গের সিনেমা হলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর ট্রেলার লঞ্চ করতে রাজি হচ্ছেন না হল মালিকরা। এর পেছনে রাজ্যের সরকার জড়িত আছে বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। পাল্টা জবাব দিয়ে অভিযোগের সত্যতা প্রমাণের দাবি করল তৃণমূল। হল মালিকরা কোনটা স্ক্রিনে দেখাবেন কোনটা নয় সে সিদ্ধান্ত তৃণমূল নেয় না। বিবেক অগ্নিহোত্রীর ছবি নিয়ে বাংলার সরকারের কিছু যায় আসে না, সাফ জানালেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

বিজেপি বিরোধী রাজ্যে মোদি সরকারকে মহান সাজাতে বিরোধীদের নিশানা করে সিনেমা তৈরি করা বিবেকের স্বভাব। নির্বাচনের আগে আগে তিনি একটা করে সিনেমা বানান যাতে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করা যায়। তিনি বলেন, এই সিনেমা মুক্তি পেলে নাকি বাংলার সরকার নড়ে যাবে। পাল্টা জবাব দিয়ে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু বলেন, ‘কোনও হল যদি এসব ফালতু কনটেন্ট হলে দেখিয়ে তার মান নীচে নামাতে না চান সেটা তাদের ব্যাপার। ওই সিনেমা হলকে তৃণমূলের কেউ কিছু বলেছে, সেটা উনি প্রমাণ করুন।’ এখানেই শেষ নয় পাশাপাশি তৃণমূল নেতা বলেন ‘উনি কাশ্মীর নির্বাচনের আগে কাশ্মীর ফাইলস বানিয়ে ছিলেন, কাশ্মীরে বিজেপি হেরে গেছে। কর্নাটকে নির্বাচনের আগে কেরালা ফাইলস বানিয়েছিলেন সেখানেও বিজেপি পর্যুদস্ত। গো হারা হেরেছে।এবার বাংলায় নির্বাচনের আগে মিথ্যা তথ্য আর বিভ্রান্তি দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ বানিয়েছেন। যিনি নিজে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিজেপি বিরোধী রাজ্যে ঘুরে ঘুরে বিরোধীদের ইস্যু নিয়ে প্রোপাগন্ডা তৈরি করে সিনেমা বানান তৃণমূল কংগ্রেস তাঁকে পাত্তা দেয় না।’

Related articles

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version