সল্টলেক কেষ্টপুর সংযোগকারী ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনার পর যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জেরে অবশেষে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সুরজিৎ সরকার, সায়ন ঘোষ, আকাশ দাস, মিঠুন হালদার এবং রাহুল সরকার।
গত বুধবার ওই ব্রিজের উপর ভয়াবহ দুর্ঘটনায় অনলাইন খাদ্য সরবরাহকারী ডেলিভারি বয় সৌমেন মণ্ডল জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের সঙ্গে বচসা গড়ায় সংঘর্ষে। ইটবৃষ্টি চলে পুলিশের দিকে, দমকলের গাড়িতেও চলে আক্রমণ। ঘটনায় একাধিক পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ আহত হন।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং মারধরের মতো একাধিক ধারায় মামলা রুজু হয়। বৃহস্পতিবার রাতে বাগুইহাটি ও পূর্ব বিধাননগর থানার যৌথ অভিযানে কেষ্টপুরের সিদ্ধার্থ কলোনি থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। আজ ধৃতদের বিধাননগর আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে তাদের হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন – রুক্মিণীর চমক! বিগ বি-কারিনা-আলিয়ার সঙ্গে এক সারিতে নাম
_
_
_
_
_
_
_