সৈকত নগরীতে জগন্নাথ মন্দির (Digha Jagannath temple) প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম জন্মাষ্টমী উৎসব (Janmashtami)। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে প্রভু জগন্নাথ দর্শনে সকাল থেকে সমুদ্র শহরে ভক্তদের ঢল। শনিবার ৬টায় মন্দির খুলে দেওয়ার পর সাড়ে ছটা নাগাদ মঙ্গলারতি হয়। এরপরই পর্যটক-ভক্তদের ঢল নামে। এদিন বেলা ১২ টা পর্যন্ত ভোগ মন্ডপে চলবে রাধা কৃষ্ণের কলস অভিষেক। ইতিমধ্যেই ১০৮ পূণ্যতীর্থের জল নিয়ে আসা হয়েছে। সকাল থেকে চলছে খোল-করতাল সহযোগে নাম সংকীর্তন।
সৈকত নগরী দিঘার (Digha) অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জগন্নাথ মন্দির। রথযাত্রার পর এবার প্রথম জন্মাষ্টমীতেও ভক্ত পর্যটকের ভিড় সামাল দিতে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। ইতিমধ্যে ২ লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে মন্দির কমিটির সূত্রে জানা গেছে। আজ দিনভর চলবে বিশেষ পূজা পাঠ।
অন্যান্য দিন রাত্রি ৯ টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে গেলেও জন্মাষ্টমীর বিশেষ পুজোতে রাত্রি ১২টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মন্দিরের দ্বার। মাঝে দুপুর ১টা থেকে ৩টেপর্যন্ত জগন্নাথের বিশ্রামের জন্য মন্দির বন্ধ থাকবে। বিকেল ৩টের পর থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মঙ্গল আরতি-পুজোপাঠ-নাম সংকীর্তন। রাত ১০টা থেকে সাড়ে এগারোটার মধ্যে শ্রীকৃষ্ণের অভিষেক পর্ব অনুষ্ঠিত হবে। ১১:৩০ মিনিট থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত ৫৬ ভোগ নিবেদন করা। রাত্রি ১২ টায় দিঘার জগন্নাথ মন্দিরে মহাআরতি দর্শন করতে পারবেন ভক্তরা।
–
–
–
–
–
–
–