স্বাধীনতা দিবসের দিনটি বিভিন্ন সংগঠন নানা ধরনের খেলাধূলার মধ্যে দিয়ে উদযাপন করে থাকে। মধ্যমগ্রাম ও নিউবারাকপুর সুইমিং গ্রুপ দিনটিকে সাঁতার কাটার মধ্যে দিয়েই কাটানোর পরিকল্পনা নিয়েছিলেন। শুক্রবার স্বাধীনতা দিবসে (Independence Day) তাই সকাল থেকে বিকাল পর্যন্ত স্থানীয় ঝিলে সাঁতার কাটার পরিকল্পনা করেছিলেন তাঁরা। উপস্থিত ছিলেন জাতীয় সাঁতারু অদৃজা দে ও স্নিগ্ধা ঘোষ।
শুক্রবার এক অভিনব সাঁতারের আয়োজন করেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টে অবধি বিভিন্ন স্লটে ৩৯ জন সাঁতারু যোগদান করেন। নিউব্যারাকপুর (New Barrackpore) সাজিরহাটে অবস্থিত ঝিলে এই ‘সাঁতার সারাদিন’ (swimming) নামের অভিনব উদ্যোগের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই মধ্য বয়সী পুরুষ ও মহিলা ছিলেন। দুজন ১০ বছরের শিশুও ছিল।
আরও পড়ুন: সত্যজিৎ রায়ের বাংলা বলেই দাঁড়িয়ে আছেন এখনও: বিজেপির বিবেককে চ্যালেঞ্জ কুণালের
তবে সব প্রতিযোগিতার আয়োজনের মতো নিয়ম মেনেই এই সারাদিনের সাঁতারের আয়োজন করা হয়। প্রত্যেককে জলে নামার আগে চিকিৎসকের দ্বারা প্রাথমিক পরীক্ষা করার ব্যবস্থা ছিল। উদ্ধারকারী দলের ব্যবস্থাও ছিল। সকল অংশগ্রহণকারী ও স্থানীয় মানুষের যোগদানে এক অপূর্ব সাঁতার উৎসবের মধ্যে উদযাপন হল স্বাধীনতা দিবস।
–
–
–
–
–
–