মোদি তাঁর ১২তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রথম আরএসএস-স্তুতি (BJP and RSS) করলেন। আচমকাই আরএসএসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মোদি বলেছিলেন, দেশ গঠনের পর থেকে আরএসএস বড় ভূমিকা নিয়েছিল। চলতি বছর আরএসএসের ১০০ বছর পূর্তি হতে চলেছে। ঠিক এরপরই আরএসএস নেতা রাম মাধব জানিয়েছেন, আরএসএস এবং বিজেপি একই আদর্শিক ছাতার তলায় একত্রিত দুটি সংগঠন।
শনিবার বিজেপির (BJP and RSS) প্রাক্তন জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, “ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে ফাটলের কথা মাঝে মধ্যেই শোনা যায়। এসব কিছুই না। একই আদর্শিক পরিবারের অংশ।”
আরও পড়ুন- কিশতওয়ারে মেঘভাঙ্গা বৃষ্টি- হড়পা বানে মৃত বেড়ে ৬৫!
মাধবের কথায়,”বিজেপি রাজনীতিতে কাজ করলেও, আরএসএস এর বাইরে সমাজসেবার কাজ করে। কংগ্রেস-সহ সকল রাজনৈতিক পটভূমির সদস্যদের সংঘে স্বাগত।” স্বাধীনতা দিবসের ভাষণে মোদির প্রশংসা করায় কংগ্রেস তাঁকে “সংবিধানের অবমাননা” বলে অভিহিত করার পর মাধব এই কথা বলেছেন।
_
_
_
_
_
_
_