Tuesday, November 4, 2025

ট্রোলিংকে ডোন্ট কেয়ার, ‘ধূমকেতু’র সাফল্যে দেবের থেকে উপহার চাইলেন রুক্মিণী 

Date:

দেব- শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ (Dhumketu) মুক্তি পেতেই রেকর্ডের বন্যা। দশ বছর আগের একটা সিনেমাকে ঘিরে এত উন্মাদনা সাম্প্রতিককালে ভারতীয় সিনেমার ইতিহাসে দেখা যায়নি। তবে এই সিনেমার সঙ্গে যতটা ‘দেশু’র (DeSu) নাম রয়েছে, প্রচার থেকে ছবি মুক্তি সবেতে ততটাই নাম এসেছে রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)। তিনি দেবের (Dev) বান্ধবী হওয়ার কারণে এই পরিস্থিতির মুখোমুখি যে হতে হবে, সেটা আগে থেকেই জানতেন অভিনেত্রী। প্রাক্তন বান্ধবীর সঙ্গে হাতে হাত ধরে মঞ্চে মেগাস্টার দেবের (Dev) নাচের পারফরম্যান্স- খুনসুটি থেকে এক রঙের পোশাকে বড়মা মন্দিরে পুজো দেওয়ার ছবি ভিডিও ভাইরাল হতেই, বারবার রুক্মিণীর অনুভূতি নিয়ে চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকটা দিন শহরের বাইরে থাকার পর কলকাতায় ফিরেই এই নিয়ে মুখ খুললেন ‘বিনোদিনী’ অভিনেত্রী। হাসিমুখে জানালেন, ‘ট্রোলিং বেশ উপভোগ করছি, চালিয়ে যান।’

শহরের এক জুয়েলারি হাউসের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়ে সেই বিপণির একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ‘ধূমকেতু’র সাফল্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন রুক্মিণী। তিনি বলেন, ‘ছবির সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা। প্রযোজক দেব (Dev) এত প্রফিট করেছেন, তাই এবার পুজোয় একটা জুয়েলারি গিফট তো দেওয়াই উচিত।’

সিনেমা মুক্তির ঘোষণা থেকে আজ পর্যন্ত লাগাতার দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন সম্পর্ককে টেনে এনে রুক্মিণীকে আক্রমণ করা হয়েছে। মিম থেকে ট্রোলিং কিছুই বাদ থাকেনি। ‘টেক্কা’ অভিনেত্রী অবশ্য পাত্তা দিতে নারাজ। বাংলার ‘বিনোদিনী’ বলছেন, ছবি যখন সফলতার শীর্ষে, তখন এসব এ কিছু যায় আসে না। এগুলো যাঁরা করছেন তাঁরা আসলে অনেক পিছিয়ে পড়া মানসিকতার পরিচয় দিচ্ছেন। কারণ ২০২৫ এ দাঁড়িয়ে এই ধরনের ভাবনা-চিন্তা রাখা খুব একটা ইতিবাচকতার প্রমাণ দেয় না। ব্যক্তিগত জীবন আর পেশাদারিত্ব দুটোকে আলাদা রাখার কথা বলেছেন তিনি। এককথায় দেব-শুভশ্রীকে নিয়ে যতই উন্মাদনা থাকুক না কেন, রিয়েল লাইফে দেবের দেবী যে রুক্মিণীই হাসতে হাসতে সে কথাই যেন বুঝিয়ে দিয়ে গেলেন নায়িকা।

 

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version