দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। ভারতীয় দল থেকে বাদ পড়লেন সুনীল ছেত্রী (Sunil Chetri)। আর তাতেই ভারতীয় ফুটবল মহলে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। ভারতীয় দল নেশনস কাপে খেলতে নামবে। তারই প্রস্তুতি পর্বতে ডাক পেলেন না সুনীল ছেত্রী (Sunil Chetri)। সেখানেই তরুণ ফুটবলারদের দলে ডাকলেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল। মোহনবাগান সুপারজায়ান্ট থেকে ডাক পেলেন সাত তারকা ফুটবলার।
কয়েকদিন আগেই ভারতীয় দলের কোচের পদে বসেছেন খালিদ জামিল (Khalid Jamil)। তাঁর সামনেই প্রথম চ্যালেঞ্জ নেশনস কাপ। তারই ২২ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছেন তিনি। কিন্তু সুনীল ছেত্রীকে (Sunil Chetri) দলের বাইরেই রেখেছেন খালিদ। কয়েকদিন আগেই সুনীল ছেত্রীকে অবসর ভিভে ফিরতে হয়েছিল। কিন্তু এবার কী সত্যিই বাদ পড়ে গেলেন ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ গোলের মালিক। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
মানোলো মার্কুয়েজের সময়ই অবসর ভেঙে ফিরতে হয় সুনীল ছেত্রীকে (Sunil Chetri)। যদিও তিনি ফেরার পর অবশ্য ভারতীয় দলের পারফরম্যান্সের খুব একটা বদল হয়নি। মানোলো মার্কুয়েজ দায়িত্ব ছেড়ে দেওয়ার পরই ভারতীয় দলের কোচির দায়িত্ব পেয়েছেন খালিদ জামিল। আর দায়িত্ব নিয়েই ভারতীয় দল থেকে বাদ দিলেন সুনীল ছেত্রীকে। খালিদের দলে সুযোগ করে নিয়েছে মোহনবাগানের সাত সদস্য। সেইসঙ্গে ইস্টবেঙ্গল শিবির থেকে সুযোগ পেয়েছেন জিকসন সিং, নাওরেম মহেশ এবং আনোয়ার আলি।
–
–
–
–
–
–
–
–