Tuesday, November 4, 2025

ট্রোলিংকে ডোন্ট কেয়ার, ‘ধূমকেতু’র সাফল্যে দেবের থেকে উপহার চাইলেন রুক্মিণী 

Date:

দেব- শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ (Dhumketu) মুক্তি পেতেই রেকর্ডের বন্যা। দশ বছর আগের একটা সিনেমাকে ঘিরে এত উন্মাদনা সাম্প্রতিককালে ভারতীয় সিনেমার ইতিহাসে দেখা যায়নি। তবে এই সিনেমার সঙ্গে যতটা ‘দেশু’র (DeSu) নাম রয়েছে, প্রচার থেকে ছবি মুক্তি সবেতে ততটাই নাম এসেছে রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)। তিনি দেবের (Dev) বান্ধবী হওয়ার কারণে এই পরিস্থিতির মুখোমুখি যে হতে হবে, সেটা আগে থেকেই জানতেন অভিনেত্রী। প্রাক্তন বান্ধবীর সঙ্গে হাতে হাত ধরে মঞ্চে মেগাস্টার দেবের (Dev) নাচের পারফরম্যান্স- খুনসুটি থেকে এক রঙের পোশাকে বড়মা মন্দিরে পুজো দেওয়ার ছবি ভিডিও ভাইরাল হতেই, বারবার রুক্মিণীর অনুভূতি নিয়ে চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকটা দিন শহরের বাইরে থাকার পর কলকাতায় ফিরেই এই নিয়ে মুখ খুললেন ‘বিনোদিনী’ অভিনেত্রী। হাসিমুখে জানালেন, ‘ট্রোলিং বেশ উপভোগ করছি, চালিয়ে যান।’

শহরের এক জুয়েলারি হাউসের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়ে সেই বিপণির একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ‘ধূমকেতু’র সাফল্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন রুক্মিণী। তিনি বলেন, ‘ছবির সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা। প্রযোজক দেব (Dev) এত প্রফিট করেছেন, তাই এবার পুজোয় একটা জুয়েলারি গিফট তো দেওয়াই উচিত।’

সিনেমা মুক্তির ঘোষণা থেকে আজ পর্যন্ত লাগাতার দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন সম্পর্ককে টেনে এনে রুক্মিণীকে আক্রমণ করা হয়েছে। মিম থেকে ট্রোলিং কিছুই বাদ থাকেনি। ‘টেক্কা’ অভিনেত্রী অবশ্য পাত্তা দিতে নারাজ। বাংলার ‘বিনোদিনী’ বলছেন, ছবি যখন সফলতার শীর্ষে, তখন এসব এ কিছু যায় আসে না। এগুলো যাঁরা করছেন তাঁরা আসলে অনেক পিছিয়ে পড়া মানসিকতার পরিচয় দিচ্ছেন। কারণ ২০২৫ এ দাঁড়িয়ে এই ধরনের ভাবনা-চিন্তা রাখা খুব একটা ইতিবাচকতার প্রমাণ দেয় না। ব্যক্তিগত জীবন আর পেশাদারিত্ব দুটোকে আলাদা রাখার কথা বলেছেন তিনি। এককথায় দেব-শুভশ্রীকে নিয়ে যতই উন্মাদনা থাকুক না কেন, রিয়েল লাইফে দেবের দেবী যে রুক্মিণীই হাসতে হাসতে সে কথাই যেন বুঝিয়ে দিয়ে গেলেন নায়িকা।

 

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version