
কোন চলচ্চিত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি হচ্ছে, কোনটা প্রোপাগান্ডা করতে আর কোনটা সিনেমার জন্য সিনেমা, সেটা বোঝার মতো শিক্ষা ও ক্ষমতা সাধারণ মানুষের রয়েছে। সেই জনগণই বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files by Vivak Ranjan Agnihotri) ছবিটিকে রিজেক্ট করেছে। এটা নিয়ে আমরা যত বেশি কথা বলব তত বেশি ওনাকে গুরুত্ব দেওয়া হবে। কোনও রকমের সংঘাত কিংবা প্ররোচনায় বাংলার মানুষ (People of West Bengal) পা দেয় না। কোনও সাম্প্রদায়িক উস্কানিতে পশ্চিমবঙ্গের জনতা প্ররোচিত হবে না।

–

–

–

–

–

–

–

–

–
